কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে ডিজিটাল পোষ্টার ও ভিডিও তৈরী প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে এ্যাকশনএইড বাংলাদেশ এর সহযোগিতা ও উদয়াঙ্কূর সেবা সংস্থা (ইউএসএস) এর আয়োজনে জেলার ফুলবাড়ী উপজেলা পরিষদ হলরুমে ইয়ূথ লিড ডিজিটাল ইনগেঞ্জমেন্ট প্রকল্পের (ওয়াইডিই) আওতায় এ পুরুস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুর রহমানের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সোহেলী পারভীন, ফুলবাড়ী সদর ইউপি চেয়ারম্যান হারুন-অর-রশিদ, শিমুলবাড়ী ইউপি চেয়ারম্যান এজাহার আলী, ইউএসএস প্রকল্প সমন্বয়কারী কায়কোবাদ হোসেন, ওয়াইডিই প্রজেন্ট অফিসার মোকাদ্দেস হোসেন প্রমুখ।
পরে বিজয়ী ১১ জনকে ক্রেস্ট ও নগদ অর্থ প্রদান করা হয়।