কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে শীতার্তদের শীতবস্ত্র দিলেন ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের শিক্ষার্থীরা। ডিভিশন অফ স্টুডেন্ট এ্যাফেয়ার্স এর আয়োজনে দ্য ডিউক অফ এডিনবরা’স ইন্টারন্যাশনাল এ্যাডওর্য়াড এট আই.ইউ.বি ক্লাবের সদস্যদের তত্বাবধানে ও কাশেম ফাউন্ডেশন, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড ও রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সৌজন্য ২৯ ডিসেম্বর মঙ্গলবার এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
শিক্ষার্থীরা দিনব্যাপী জেলার উলিপুর উপজেলার দলদলিয়া, থেতরাই, বজরা ও গুনাইগাছ ইউনিয়নে গিয়ে প্রায় ৫শত শীতার্ত মানুষকে জনপ্রতি ১টি করে কম্বলসহ কানটুপি, সোয়েটার ও পেট্রোলিয়াম জেলি দেয়।
বিতরণ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন, সাইফুল কবির, ইমরান খাঁন, এইচএম অমিত হোসেন অনিক, মাহমুদুর রহমান রিফাত, মতিউর রহমার হৃদয়, সাদমান সাকিব, মাহবুবা আরশিয়া, দিবা মেহজাবিন মৃদুল, মাহমুদুল ইসলাম ইমন, মানিক হোসেন শিমুল প্রমুখ।