কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিএনপি প্রার্থী হিসাবে মনোনয়ন পেয়েছেন উপজেলা বিএনপির সভাপতি সাবেক মেয়র ও সাবেক উপজেলা চেয়ারম্যান হায়দার আলী মিঞা।
মঙ্গলবার রাতে কেন্দ্রিয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান বুলবুল।
এদিকে আসন্ন উলিপুর পৌরসভা নির্বাচনকে ঘিরে ৩০ ডিসেম্বর বুধবার দুপুরে উপজেলা বিএনপি কার্যালয়ে পৌর বিএনপি এক বর্ধিত সভা করে। পৌর বিএনপি সভাপতি নুর মোহ্াম্মদ এর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন বর্তমান মেয়র তারিক আবুল আলা, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান বুলবুল, পৌর সম্পাদক সোলায়মান আলী প্রমুখ। বক্তারা দলীয় প্রার্থী হায়দার আলী মিঞাকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন।