কিশোরগঞ্জ( নীলফামারী) সংবাদদাতা: নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা জাতীয় পার্টির শতাধিক নেতা কর্মীসহ বাংলাদেশ আওয়ামীলীগে যোগদান করলেন গাড়াগ্রাম ইউনিয়ন জাতীয় পার্টির সহ সভাপতি জোনাব আলী এবং পুটিমারী ইউনিয়ন জাতীয় পাটির নেতা ওয়ালিয়ার রহমান সহ শতাধিক নেতা কর্মী।
বুধবার বিকাল ৪ টার সময় বাংলাদেশ আওয়ামীলীগ কিশোরগঞ্জ উপজেলা শাখার আয়োজনে “গণতন্ত্রের বিজয় দিবস” উপলক্ষে এক আলোচনা সভায় সভার প্রধান অতিথি কিশোরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাকির বাবুল ও সম্পাদক মশিয়ার রহমানের হাতে ফুলের তোরা দিয়ে তারা আওয়ামী লীগে যোগদান করেন।
এসময় উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান আনিছুল ইসলাম, বাহাগিলি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান শাহ, নিতাই ইউপি চেয়ারম্যান ফারুকুজ্জামান ফারুকসহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সম্পাদক বৃন্দ। আরো উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগ সভাপতি মাইনুল আরেফিন সপু, সম্পাদক মেহেদী হাসান জেভি সাংবাদিক প্রমুখ।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাকির হোসেন বাবুল বলেন, বতর্মানে জননেত্রী শেখ হাসিনা সরকারের ব্যাপক উন্নয়নের চিত্র দেখতে পেয়ে এবং বাংলাদেশ আওয়ামীলীগের আদর্শে অনুপ্রাণিত হয়ে কিশোরগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রায় শতাধিক জাতীয় পার্টির নেতা কর্মী আওয়ামীলীগে যোগদান করেন।