• শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ০৬:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
গোসাইরহাটে ঢুবার পানিতে ডুবে শিশুর মৃত্যু গোসাইরহাটে চেয়ারম্যান সমর্থকদের বিরুদ্ধে কৃষকদের ধান কেটে নেওয়ার অভিযোগ বাকেরগঞ্জে জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাজশাহীর মতিহার থানা এলাকার হোয়াইট কালার মাদকের গড ফাদার ‘অলি’ পোরশায় মহান স্বাধীনতা দিবসে প্রশাসনের অনুষ্ঠানে উপস্থিত হয়নি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বাকেরগঞ্জ এর ভরপাশায় ঝুঁকিপূর্ণ ব্রিজ টি কয়েক গ্রামের মানুষের চলাচল, অনুপোযোগী রাস্তাঘাট! নলছিটি উপজেলার রানাপাশা ইউনিয়ন শ্রমিক লীগের কমিটি ঘোষনা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত -১ গুরুতর আহত -১ মডেল তাসনিয়ার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ আজ গীতিকবি মিলন খানের জন্মদিন




অচল বিমানবন্দর সড়ক, ‘ঘুরছে না’ গাড়ির চাকা

Reporter Name / ৭৬ Time View
Update : রবিবার, ২ অক্টোবর, ২০২২




রাজধানীর বিমানবন্দর সড়কে ভয়াবহ যানজট দেখা দিয়েছে। সকাল থেকেই ব্যস্ত এই সড়কটিতে যানজট তীব্র হয়েছে। দীর্ঘ সময় গাড়িতে আটকে থেকে উপায় না পেয়ে অনেকে হেঁটেই গন্তব্যে ছুটছেন। পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

একাধিক উন্নয়ন প্রকল্পের খোঁড়াখুঁড়িসহ দফায় দফায় প্রকল্পের মেয়াদ বাড়ানো প্রভাবে একনিতেই জট লাগে বিমানবন্দর সড়কটিতে। এর পাশাপাশি ভোররাত থেকে বৃষ্টি হওয়ায় ভোগান্তি কয়েকগুণ বেড়েছে। সরেজমিন ঘুরে দেখা যায়- রোববার (২ অক্টোবর) সকাল থেকেই স্থবির হয়ে পড়েছে সড়কের গাড়ি। ঘুরছে না চাকা। বৃষ্টি ভোগান্তির মাত্রাকে কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোগান্তি চরম আকার ধারণ করেন।

 

 

রাস্তার দুই পাশেই তীব্র যানজট দেখা দেয়। উপায় না পেয়ে গাড়িতে থাকা অনেক যাত্রী নেমে পায়ে হেঁটে গন্তব্য রওনা হন। যার প্রভাবে ফুটপাতেও তীব্র জট দেখা গেছে।

ট্রাফিক বিভাগের সঙ্গে কথা বলে জানা যায়- আব্দুল্লাহপুর থেকে উত্তরা, এয়ারপোর্ট, খিলক্ষেত, বিশ্ব রোড, বনানী, কুড়িল প্রগতি স্বরণিজুড়েই তীব্র যানজট সৃষ্টি হয়েছে। অন্যদিকে বনানী, বিশ্বরোড, খিলক্ষেত, কাওলা, এয়ারপোর্ট, উত্তরা, আব্দুল্লাহপুর পেরিয়ে গেছে যানবাহনের দীর্ঘ সারি।

সরেজমিন দেখা যায়- আব্দুল্লাহপুর থেকে বিমানবন্দর সড়ক হয়ে বনানী পর্যন্ত আবার বনানী থেকে আব্দুল্লাহপুর পর্যন্ত সড়কের দুই অংশজুড়েই ভয়াবহ যানজটের সৃষ্টি হয়েছে। ট্রাফিক বিভাগ থেকে দ্রুত যানজট নিরসনে কাজ করতে দেখা গেছে।

কর্তব্যরত ট্রাফিক বিভাগের কর্মকর্তা আহসানুল হক বলেন- সড়কটির যানজট সমস্যা নতুন কিছু নয়। তবে আজ সকালে বৃষ্টি হওয়ার অন্য দিনের চেয়ে বেশি রয়েছে। বৃষ্টির কারণে মাঝে মধ্যে ছোট যানগুলো সড়কেই বন্ধ হয়ে পড়ছে, ফলে জট আরও বাড়ছে।

ট্রাফিক বিভাগের কর্মকর্তারা বলছেন- বিমানবন্দর সড়ক বলতে গেলে প্রায় ভেঙে পড়েছে। ইনকামিং আউটগোইং কোনোটাই হচ্ছে না। এর কারণ উন্নয়নকাজ চলমান থাকা ও বেহাল সড়ক।





আপনার মতামত লিখুন :

Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/deshytvn/public_html/wp-includes/functions.php on line 5583

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ