বুধবার (৩০ ডিসেম্বর) ২৩, বঙ্গবন্ধু এভিনিউ প্রাঙ্গণে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কর্তৃক আয়োজিত গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে যুবলীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা পেয়েছি স্বাধীনতা, তাঁরই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা দিচ্ছেন স্বাধীনতা ও গণতন্ত্রের সুরক্ষা। স্বাধীনতা পরবর্তী সময়ে বার বার বাংলাদেশের গণতন্ত্রের ওপর আঘাত এসেছে। স্বাধীনতা বিরোধী প্রতিক্রীয়াশীল গোষ্ঠী এদেশের গণতন্ত্র নিয়ে, মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে ছিনিমিনি খেলার চেষ্টা করেছে। কিন্তু বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা সকল ষড়যন্ত্র মোকাবিলা করে বাংলাদেশের গণতন্ত্রকে আজ সমুন্বিত রেখে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আজ বুধবার (৩০ ডিসেম্বর) ২৩, বঙ্গবন্ধু এভিনিউ প্রাঙ্গণে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কর্তৃক আয়োজিত “গণতন্ত্রের বিজয় দিবস” উপলক্ষে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিনে বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: মাইনুল হোসেন খান নিখিল এসব কথা বলেন।
তিনি আরও বলেন-বাংলাদেশে আজ শান্তি বিরাজমান, সাধারণ মানুষ আজ শান্তিতে বসবাস করছে। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অসাধ্যকে সাধণ করেছে। আজ স্বপ্নের পদ্মা সেতু দৃশ্যমান, ইতোমধ্যে অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা হাতে নিয়ে রাষ্ট্রনায়ক শেখ হাসিনা একটি সুখী, সমৃদ্ধ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি যুবলীগের প্রতিটি নেতা-কর্মীকে উদ্দেশ্য করে বলেন-বাংলাদেশ আওয়ামী যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশের নেতৃত্বে যে কোন মূল্যে যুবলীগের নেতা-কর্মীরা সংবিধান ও গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষা করে, রাষ্ট্রনায়ক শেখ হাসিনার চলমান উন্নয়নের ধারাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো।
এসময় তিনি আরও বলেন-বাংলাদেশে আজ শান্তি বিরাজমান, সাধারণ মানুষ আজ শান্তিতে বসবাস করছে। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অসাধ্যকে সাধণ করেছে। আজ স্বপ্নের পদ্মা সেতু দৃশ্যমান, ইতোমধ্যে অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা হাতে নিয়ে রাষ্ট্রনায়ক শেখ হাসিনা একটি সুখী, সমৃদ্ধ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি যুবলীগের প্রতিটি নেতা-কর্মীকে উদ্দেশ্য করে বলেন-বাংলাদেশ আওয়ামী যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশের নেতৃত্বে যে কোন মূল্যে যুবলীগের নেতা-কর্মীরা সংবিধান ও গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষা করে, রাষ্ট্রনায়ক শেখ হাসিনার চলমান উন্নয়নের ধারাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো। এসময় আরও বক্তব্য রাখেন-বাংলাদেশ আওয়ামী যুবলীগের অন্যান্য নেতৃবৃন্দ।