
সিরাজগঞ্জের বেলকুচিতে একই পরিবারে মা ও দুই ছেলে হত্যার রহস্য উদঘাটন করে প্রধান আসামি আইয়ুব আলী সাগর (২৮)কে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (৩ অক্টোবর) দুপুরে হত্যার রহস্য উদঘাটন সম্পর্কে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান, সিরাজগঞ্জের পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল।
এ সময় তিনি জানান,আসামি আইয়ুব আলী সাগর ও নিহত রওশন আরা সম্পর্কে সৎ মামা ভাগনি এবং পেশায় একজন তাঁত শ্রমিক। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও এনজিওর ঋণের চাপে চরম হতাশাগ্রস্ত ছিল সাগর। এরই ধারাবাহিকতায় গত ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় ভাগনির বাসায় টাকা ধার চাইতে যায় এবং ভাগনি টাকা দিতে অস্বীকৃতি জানালে টাকা চুরি করার সিদ্ধান্ত নেয়।
চুরি করার সময় ভাগনি রওশন আরা জেগে ওঠে।পরে পাশে থাকা শিল-পাটার শিল দিয়ে ভাগ্নির বুকে আঘাত করে ও গলা টিপে হত্যা নিশ্চিত করে। পরে শিশু জিহাদ (১০) ও মাহিন (৩) জেগে গেলে তাদেরও হত্যা করে।
হত্যা শেষে ভোরে বাইরে থেকে ঘরের দরজা লাগিয়ে নিজ বাড়ি উল্লাপাড়া উপজেলায় চলে যায়।
এ ঘটনায় গত (১ অক্টোবর) সকালে একটি হত্যা মামলা দায়েরের ভিত্তিতে দ্রুত হত্যার রহস্য উন্মোচন করে দুপুরে আসামিকে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য, (১ অক্টোবর) শনিবার জেলার বেলকুচি উপজেলার ধুকুরিয়া বেড়া ইউনিয়নের মবুপুর নতুনপাড়া গ্রামের একটি ফাঁকা বাড়ি থেকে মা ও দুই ছেলে সহ অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়।
since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in