ভারতের উত্তরাখণ্ডে বিয়েবাড়িতে যাওয়ার সময় বরযাত্রীবাহী বাস খাদে পড়ে ২৫ জন নিহত হয়েছেন। বাসটিতে ৪০ জনেরও বেশি আরোহী ছিল। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এছাড়া আহত অবস্থায় উদ্ধার করা ২১ জনকে নেয়া হয়েছে হাসপাতালে।
মঙ্গলবার (৪ অক্টোবর) ভারতের উত্তরাখণ্ড রাজ্যের পাউরি গাড়ওয়ালে সিমদি গ্রামের কাছে এই দুর্ঘটনা ঘটে।
উত্তরাখণ্ড রাজ্য পুলিশপ্রধান অশোক কুমার ভারতের বার্তা সংস্থা এএনআইকে জানিয়েছেন, হারিদওয়ার জেলা থেকে বাসটি ছেড়ে আসে। ধুমকোটের বিরখাল এলাকায় বাসটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে ২৫ জনকে মৃত অবস্থায় পাওয়া গেছে। পুলিশ রাতেই ২১ জনকে উদ্ধার করেছে; আহতদের পার্শ্ববর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি এ দুর্ঘটনার জন্য শোক প্রকাশ করেছেন এবং বলেছেন, রাজ্য সরকার হতাহতদের পরিবারের সঙ্গে রয়েছে।