বোদা (পঞ্চগড়) সংবাদদাতা: পঞ্চগড়ের বোদা উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামে সরকারী জমিতে লুৎফর রহমান নামের এক ব্যক্তির ঘর উত্তোলনের অভিযোগ উঠছে।
ডাঙ্গাপাড়া গ্রামবাসীর পক্ষে সত্যেন চন্দ্র ও ইয়াছিন আলী সহ ২০ জন ব্যক্তির সাক্ষরিত উপজেলা নির্বাহী অফিসার বরাবরে লিখিত অভিযোগে জানা যায়, ডাঙ্গাপাড়া গ্রামের সরকারী জমির পানি বাহিত নালা বন্ধ করে ঘর উত্তোলন করা হচ্ছে। এই পানিবাহিত নালা বন্ধ করে ঘর উত্তোলন করলে বর্ষাকালে ঐ গ্রামের মানুষ চরম বিপদে পড়বে। গতকাল বহস্পতিবার সরকারী (খাস) জমিতে পানিবাহিত নালা বন্ধ না করার জন্য উপজেলা নির্বাহী অফিসার কাছে অভিযোগকারীরা দেখা করতে গেলে তিনি উক্ত বিষয়টি উপজেলা সহকারী কমিশনার(ভূমি) কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের নির্দেশ প্রদান করেন।