বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া নারী উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে কাজ করে চলছে নারী উদ্যোক্তা বাংলাদেশ (ওয়েব)।
শহর থেকে গ্রামে কেউ যেনো বাদ না পড়ে তাইতো ওয়েব এর পথ চলার শুরু জেলা থেকে জেলায় ।ওয়েব এই স্বাধীন দেশে স্বাধীন ভাবে এই পথ চলা যিনি সুগম করে দিয়েছেন তিনি হলেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
তাই ওয়েব এর কার্যক্রম শুরু করলাম জাতির জনকের সমাধি তে পুস্পস্তবক অর্পনের মাধ্যমে,ওয়েব ফাউন্ডেশন এর ইসি টিম গতকাল বাদ জোহর টুংগি পাড়া য় এবং একই সময় ওয়ার্কিং টিম ৩২ নং ধানমন্ডি তে জাতির পিতার প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন।
আগামী ৯ আগস্ট ২০২২ ইং বগুড়া শাখা অফিসে র উদ্বোধনের মাধ্যমে জেলা ভিত্তিক কার্যক্রম আরো বেগবান হবে।