২১শে অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে ত্রিভুজ প্রেমের গল্পে নির্মিত বহুল আলোচিত ছবি “বসন্ত বিকেল”। ছবিটি প্রযোজনা করেছেন আরিবিএস টেক লিমিটিড এবং ছবিটির কাহিনী, সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন রফিক শিকদার।
এই সিনেমায় প্রথমবারের মতো জুটি বেঁধে অভিনয় করেছেন শিপন মিত্র, নবাগত শাহ হুমায়রা সুবাহ ও তানভীর তনু। বাস্তব ঘটনা অবলম্বনে পাবনা শহরে রুদ্র ও চন্দ্রবতী নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত হিন্দু দুই যুবক ও যুবতীর প্রেমের পরিনতির গল্প নিয়ে নির্মিত হয়েছে “বসন্ত বিকেল” সিনেমাটি।
ছবি সম্পর্কে রফিক শিকদার বলেন ছবিটা দেখলে মানুষ রফিক শিকদারকে খুঁজে পাবে,আর রফিক শিকদারকে খুঁজে পেলে মানুষ তার মাঝে আবার নিজেকে খুঁজে পাবে। সবোর্চ্চ দিয়ে চেষ্টা করেছি ভালো করার বাকিটা নির্ভর করছে দর্শকের উপর। দর্শকের কাছে একটাই অনুরোধ থাকবে ছবিটা না দেখে কোন মন্তব্য করবেন না। মন্তব্য করতে হলে অবশ্যই আগে ছবিটি দেখবেন।
ছবিতে আরো অভিনয় করেছেন ওমর সানি, শাহনুর, সুচরিতা, ববি, ডন, শিবা শানু, শিশু শিল্পী রাইসা। বিশেষ চরিত্রে অভিনয় করেছেন- জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত খ্যাতিমান নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী, চিত্রনায়িকা তানহা তাসনিয়া, আমান রেজা, দেবাশীষ বিশ্বাস, জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক, সংবাদ পাঠিকা লোপা হোসাইনসহ আরো অনেকে।