শীতে আগমনি ও পুজার ছুটিতে এসোসিয়েশন অফ উইমেন ইন্টারপ্রেইনার এর উদ্যোগে গুলশান লেডিস্ কমিউনিটি ক্লাবে আয়োজন করা হয় ফুড ফেস্টিভ্যাল ফুড ফিয়েস্তা নামে
শুক্রবার ( ৭ অক্টোবর) সকালে উদ্বোধন করেন এ ডব্লিউ ই এর প্রেসিডেন্ট হাফিজা মমতাজ হাসি ভাইস প্রেসিডেন্ট রাকা হোসাইন সেক্রেটারি সাইমুন আরা আমিন, শারমিন মোস্তাফি কনি ও শারমিন জাহান তিথি, শিমু রহমান ও ফাহরাবি বিনতে সাদিক ও মাহাজাবিন বিনতে কবির। অনুষ্ঠানের আরও উপস্থিত ছিলেন গুলশান লেডিস্ ক্লাবের প্রেসিডেন্ট সালমা খালেদ “‘সুমিস হট কেক এর সুমি আপা, রন্ধন বিশারদ আল্পনা হাবিব, দোলা হোসেন অমিকন গ্রপ
ইভেন্ট টি স্পনসর করছেন লর্ডস ইন্টারন্যাশনাল এন ইংলিশ মিডিয়াম স্কুল
এসময় বক্তারা বলেন আমাদের মেয়েরা অনেক ইয়াং তারা আরও সামনে এগিয়ে যাবে। আমি তাদের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি৷ বিভিন্ন ব্যাংকের সাথে আমরা যোগাযোগ করি যাতে ব্যাংক সহজ শর্তে এসএমই লোন পায়৷ যেনো তারা ভবিষ্যৎ ব্যবসা আরও প্রসারিত করতে পারে। সবাই নিজের সিদ্ধান্ত নিজেই নিতে শিখুক।