লালমনিরহাট প্রতিনিধি: সরকারের উনয়নমূলক কাজে বাঁধা ও হয়রানির প্রতিবাদে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুন নাহারের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলার ঠিকাদার, ট্রাক্টর মালিক ও শ্রমিকরা।
বৃহস্পতিবার (৩১ ডিসম্বর) সকাল ১১ টায় পাটগ্রাম উপজেলা পরিষদ চত্বরে দুই ঘটাব্যাপী মানববন্ধন শেষে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে উপজেলা যুবলীগ সভাপতি ও ঠিকাদার রাশেদুল ইসলাম সুইটের সভাপতিত্বে বক্তব্য দেন- উপজেলা আওয়ামী লীগের যুগ সাধারণ সম্পাদক আবু তালেব, ঠিকাদার ও শ্রীরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম প্রধান, জেলা যুবলীগের সহ সভাপতি ফরিদুজুল ইসলাম রালেক্স, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবু নাঈম রুবেল, পাটগ্রাম পৌর যুবলীগের সভাপতি বিজয় কুমার সুর, উপজেলা অটো শ্রমিক সভাপতি সাবনুর রহমান প্রমূখ।
সমাবেশে বক্তারা ইউএনও কামরুন নাহারের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ তুলে বলেন, ইউএনও সাধারণ মানুষের মুঠোফোন কল রিসিভ করেন না। ট্যাক্স মসজ দিতে বলেন ও জনসাধারণের সাথে দুর্ব্যবহার করেন। ঠিকাদারদের কাজ শেষে বিলের জন্য গেলে কমিশন দাবি করেন।
এছাড়াও বক্তারা আগামী সাত দিনের মধ্যে ইউএনও কামরুন নাহারের অপসারণ দাবি করে বলেন, একজন চালক দিনে ৫ শত টাকা মজুরী পেলও বালু পরিবহণের দায়ে প্রতি ট্রাক্টর চালককে অমানবিকভাবে ৫০ হাজার টাকা জরিমানা করেন ইউএনও।
এ ব্যাপারে (ইউএনও) কামরুন নাহারের মুঠোফানে একাধিকবার কথা বলার চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।
লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর বলেন, হয়রানির নানা অভিযোগ আমাদের দপ্তরে দেওয়া হয়নি। আমি এ ব্যাপারে খোঁজ নিব।