কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত রিমা রাম রবিদাস (১৯) জেলার নাগেশ্বরী উপজেলার বেরুবাড়ী ইউনিয়নের ওয়াবদা বাজার গাছপাড়ী এলাকার মহেশ লাল রবিদাসের স্ত্রী। শুক্রবার দুপুরে এ ঘটে।
এলাকাবাসী জানায়, গত ১ বছর আগে ওই উপজেলার বেরুবাড়ী ইউনিয়নের ওয়াবদা বাজার গাছপাড়ী এলাকার সুর্য লাল রবিদাসের ছেলে মহেশ লাল রবিদাসের সাথে কুড়িগ্রাম সদরের জিগামারীঘাট ঝাকুয়া পাড়া গ্রামের মৃত রবি দাসের মেয়ে রিমা রাম রবিদাসের বিয়ে হয়। দরিদ্র মহেশ বউয়ের অমতে তাকে বাড়ীতে রেখে ৩ দিন আগে কাজের সন্ধানে কুমিল্লা যায়। এতে স্বামীর উপরে প্রচন্ড অভিমান করে রিমা।
ঘটনারদিন শুক্রবার সকালে খাওয়া দাওয়া শেষে তার অসুস্থ্য শাশুড়ীকে বাড়ীতে রেখে শশুর সুর্যলাল পাশের গ্রামে, ভাসুর নির্মল ও গোবিন্দ লাল রবিদাস বাজারে জুতা-স্যান্ডেল সেলাই ও পালিশের কাজে যায়। দুই জা গ্রামে খরকুটো সংগ্রহে গেলে বাড়ী ফাঁকা হয়। এ সুযোগে দুপুরে রিমা তার শোয়ার ঘরের ধর্নায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করে। প্রতিবেশি এক মহিলা দরজা খোলা অবস্থায় ঘরের ধর্নায় তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে চিৎকার চেচাঁমেচি করে। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে শেষ বিকেলে নাগেশ্বরী থানায় নিয়ে যায়।
নাগেশ্বরী থানা ওসি তদন্ত পলাশ মন্ডল এর সত্যতা নিশ্চিত করেন।