দীর্ঘ ৭ বছর পর আবারও বাংলাদেশ সফর করবে ভারতীয় ক্রিকেট দল। ওয়ানডে ও টেস্ট সিরিজ খেলতে আগামী ১ ডিসেম্বর বাংলাদেশে পা রাখবেন রোহিত-কোহলিরা।
তবে ভারত এমন সময় বাংলাদেশ সফর করবে, তখন কাতারে চলবে ফুটবল বিশ্বকাপ। ফিফার আসরটি ২০ নভেম্বর শুরু হয়ে শেষ হবে ১৮ ডিসেম্বর।
ভারত সবশেষ ২০১৫ সালে বাংলাদেশের মাটিতে খেলেছিল। মাঝে অবশ্য বাংলাদেশ নিজেদের ইতিহাসে প্রথমবার ভারত সফরে টেস্ট ম্যাচ খেলেছে।
আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ভারতের বিপক্ষে তিন ওয়ানডে ও দুই টেস্টের সিরিজের সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
যেখানে ১ ডিসেম্বর বাংলাদেশে আসবে ভারত। সফরে প্রথমে ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে। তিন ম্যাচের সিরিজটি যথাক্রমে ৪, ৭ ও ১০ ডিসেম্বর মাঠে গড়াবে। মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে সবগুলো ম্যাচই হবে।
এরপর ১৪ ডিসেম্বর থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে প্রথম টেস্ট। মিরপুরে দ্বিতীয় টেস্ট শুরু হবে ২২ ডিসেম্বর।