কুড়িগ্রাম প্রতিনিধি: সিসি ক্যামেরার আওতায় এল কুড়িগ্রামের প্রত্যন্ত অঞ্চল। শনিবার দুপুরে জেলার নাগেশ্বরী উপজেলার কচাকাটা বাজার এবং সবেদের মোড়ে ১৮টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়। এর উদ্বোধণ করেন কুড়িগ্রাম পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা।
পরে কেদার ইউপি চেয়াম্যান মাহাবুবুর রহমানের সভাপতিত্বে কচাকাটা বাজারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন প্রধান অতিথি পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা, অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমিন, সিনিয়র সহকারী পুলিশ সুপার শওকত আলী, কচাকাটা প্রেসক্লাব সভাপতি আব্দুল কুদ্দুস চঞ্চল, কচাকাটা ইউপি চেয়ারম্যান আব্দুল আউয়াল সরকার, কেদার ইউনিয়ন আওয়ামীলীগের সম্পাদক রিয়াজুল ইসলাম, কেদার ছাত্রলীগে সভাপতি শাহীন, কচাকাটা বণিক সমিতির সভাপতি ডা. মাহমুদ হোসাইন বাবুল প্রমূখ।