লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের কালীগঞ্জের ছিন্নমূল, বয়স্ক, অসহায় ও কর্মজীবী মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন জেলা প্রশাসক মোঃ আবু জাফর। তিনি প্রধানমন্ত্রীর দেয়া উপহার নিয়ে রাতের আঁধারে ছুটে চলেছেন এসব শীতার্ত ও ছিন্নমুল মানুষের দোয়ারে।
তারই অংশ হিসেবে জেলা প্রশাসক মোঃ আবু জাফর প্রধানমন্ত্রীর দেয়া উপহার কালীগঞ্জের গোড়ল ইউনিয়নের দুলালী গুচ্ছ গ্রাম এলাকায় বিতরণ করেন।
জানা গেছে, উপজেলার গোড়ল ইউনিয়নের দুলালী গুচ্ছ গ্রামের ৩০টি পরিবার, চন্দ্রপুর ইউনিয়নের টেপুরবাজার গুচ্ছগ্রামে ৪০টি পরিবারসহ শীতার্ত ছিন্নমূল, বয়স্ক ও কর্মজীবী শীতার্ত মানুষের গায়ে নিজ হাত কম্বল পরিয়ে দেন ডিসি আবু জাফর।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. রাশেদুল হক প্রধান, কালীগঞ্জের ইউএনও রবিউল হাসান, সহকারী কমিশনার (ভূমি) জাহাঙ্গীর হোসেন, সহকারী কমিশনার টি এম রাহসীন কবির, সহকারী কমিশনার নয়ন কুমার সাহা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ফেরদৌস হাসান প্রমুখ
লালমনিরহাট জেলা প্রশাসক মোঃ আবু জাফর বলেন, প্রধানমন্ত্রীর দেয়া কম্বল জেলা প্রশাসনের মাধ্যমে প্রকৃত দুস্থ শীতার্তদের মাঝে বিতরণের জন্য এ উদ্যোগ নেয়া হয়েছে। জেলার পাঁচ উপজেলার একটি মানুষও যেন শীতে কষ্ট না পায় সেজন্য এ উদ্দ্যোগ গ্রহণ করা হয়েছে বলে তিনি দাবী করেন।