
কুষ্টিয়ার ভেড়ামারায় স্থানীয় আওয়ামী লীগের এক নেতাকে বাড়ির সামনে থেকে ধরে নিয়ে গিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার ছেলে।
নিহত আওয়ামী লীগ নেতার নাম ইন্তাজ আলী শেখ (৪৮)। রোববার (২৩ অক্টোবর) রাত ১০টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ইন্তাজ আলী শেখ ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ধরমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান সাহাবুল আলম লালুর অনুসারী ছিলেন। তামাক ও বিড়ি ব্যবসার সঙ্গে সম্পৃক্ত ছিলেন ইন্তাজ আলী।
পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শনিবার (২২ অক্টোবর) রাত ১০টার দিকে ইন্তাজ আলী তার ছেলে শাকিলকে (২৫) সঙ্গে নিয়ে ব্যবসায়িক কাজ শেষে ধরমপুর ইউনিয়নের মহিষাডোরা গ্রামে তার নিজ বাড়িতে ফিরছিলেন। বাড়ির গেটের সামনে পৌঁছালে একদল দুর্বৃত্ত তাদের ধরে হাতুড়ি, রড, লাঠিসোটা দিয়ে মারপিট করতে করতে রাস্তায় নিয়ে আসে। সেখানেও তাদের বেধড়ক মারপিট করা হয়। একসময় তারা নিস্তেজ হয়ে মাটিতে লুটিয়ে পড়লে মৃত ভেবে দুর্বৃত্তরা তাদের সেখানে ফেলে রেখে পালিয়ে যায়।
আশঙ্কাজনক অবস্থায় পরিবারের লোকজন ও স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে ২৫০ শয্যাবিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেন। অবস্থার অবনতি হলে পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাত ১০টার দিকে ইন্তাজ আলী শেখের মৃত্যু হয়।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম জানান, আওয়ামী লীগ নেতা ইন্তাজ আলী শেখ ও তার ছেলেকে মারপিটের ঘটনায় পরের দিন ১৭ জনকে আসামি করে একটি মামলা করা হয়। ইন্তাজ আলীর ভাই রবিউল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন। এখন ইন্তাজ আলী শেখ নিহত হওয়ায় নতুন করে হত্যা মামলা করা হবে। তবে এখন পর্যন্ত পুলিশ কাউকে আটক বা গ্রেফতার করতে পারেনি।
since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in