কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা পরিষদের পক্ষ থেকে ২ হাজার ২শত জন শীতার্ত মানুষকে শীতবস্ত্র দেয়া হয়েছে।
রবিবার দুপুরে উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ের সামনে শীতার্তদের হাতে এ শীতবস্ত্র তুলে দেন উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামান ও নির্বাহী কর্মকর্তা নুর আহমেদ মাছুম।
উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান রুকনুজ্জামান শিমু, মহিলা ভাইস চেয়ারম্যান আমিনা বেগম অনন্যা, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সম্পাদক লিটন চৌধুরী, যুবলীগ সভাপতি এস.এম রওশন আলম প্রমুখ। এর আগে ওই উপজেলার ১৪ ইউনিয়নে ৬৫০ টি করে কম্বল দেয়া হয়।