ইরফান ও তার দেহরক্ষী জাহিদকে সকালে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে আনা হয়।
নৌবাহিনীর লেফটেন্যান্ট ওয়াসিফ আহমদ খান গত ২৬শে অক্টোবরে হাজী সেলিমের ছেলে ইরফান সেলিমসহ চার জনের বিরুদ্ধে ধানমন্ডি থানায় একটি হত্যাচেষ্টার মামলা দায়ের করেন ।
আগের দিন ২৫শে অক্টোবর রাতে কলাবাগানের ট্রাফিক সিগন্যালে হাজী সেলিমের একটি গাড়ি থেকে দুই-তিন জন ব্যক্তি নেমে ওয়াসিম আহমেদ খানকে মারধর করে। পরে ট্রাফিক পুলিশ এসে তাকে উদ্ধার করে।
আশেপাশের লোকজন এই দৃশ্য ভিডিও করেন, যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। ধানমন্ডি থানা পুলিশ এসে ঘটনাস্থল থেকে গাড়িটি থানায় নিয়ে যায়।