কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে মাটি চাপা পড়ে এক জন মারা গেছে। মৃত জাহাঙ্গীর আলম (৩২) জেলার উলিপুর পৌরসভার ৭নং ওয়ার্ডের বলদি পাড়া গ্রামের মেরাজ উদ্দিনের পুত্র। ঘটনাটি ঘটেছে, সোমবার বিকেলে ওই উপজেলার রামদাস ধনিরাম এলাকায়।
পুলিশ ও নিহতের পারিবার জানায়, রামদাস ধনিরাম এলাকার মমিনুল ইসলাম প্লাবনের নির্মানাধীণ বহুতল ভবনের পিলারের নিচে মাটি কাটার কাজ করছিল জাহাঙ্গীর। হঠাৎ গর্তের পাড় ধ্বসে মাটি চাপা পড়ে সে। লোকজন দ্রুত ঘটনাস্থল থেকে গুরুত্বর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।
উলিপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ কবির বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।