কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর সোনাহাট স্থল বন্দর সি.এন্ড.এফ সভাপতির উপর হামলার প্রতিবাদ ও আসামীদের গ্রেফতারের দাবীতে সোনাহাট স্থলবন্দরে ১ দিনের ধর্মঘট পালন করছে আমদানী রপ্তানী কারক সমিতি। ফলে ৫ ডিসেম্বর মঙ্গলবার সকাল থেকে সেখানে আমদানী-রপ্তানী বন্ধ থাকে।
উল্লেখ্য, গত রোবাবার জেলার ভূরুঙ্গামারী উপজেলা আওয়ামীলীগের যুগ্মসম্পাদক ও সিএন্ডএফ এজেন্টের সভাপতি সরকার রকীব আহমেদ ওই উপজেলার শিলখুড়ি ইউনিয়ন আওয়ামীলীগের কাউন্সিলে যাওয়ার পথে শিলখুড়ি ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আলতাফ হোসেনের নেতৃত্বে সন্ত্রাসীরা তার গাড়ি আটকিয়ে তাকেসহ উপজেলা আওয়ামীলীগের ৪ নেতাকে লাঞ্চিত করে। এ ঘটনায় ওই ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতিসহ ১৩ জন নেতাকর্মীর নামে ভূরুঙ্গামারী থানায় মামলা করেন তিনি। পরে শিলখুড়ি ইউনিয়ন সভাপতিসহ জড়িত ৫ নেতাকর্মীকে সাময়িক বহিস্কার করে ভূরুঙ্গামারী উপজেলা আওয়ামীলীগ।
পুলিশ ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আবু হানিফকে আটক করলেও মুল আসামীদের গ্রেফতার না করায় এই ধর্মঘট পালন করা হচ্ছে বলে জানিয়েছেন আমদানী রপ্তানী কারক সমিতির সম্পাদক আব্দুর রাজ্জাক।
সিএন্ড এফ এসোসিয়েশনের সম্পাদক ও নাগেশ্বরী উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামান জানান, সিএন্ড এফের সভাপতির উপর হামলা এবং আসামীদের গ্রেফতারের দাবীতে ১ দিনের ধর্মঘট পালিত হচ্ছে।
সোনাহাট স্থল বন্দর কর্তৃপক্ষের এডি গিয়াস উদ্দিন জানান, আজ মঙ্গলবার পোর্টে ধর্মঘট পালিত হচ্ছে। ফলে আমদানী-রপ্তানী বন্ধ রয়েছে।