লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট জেলা শহরে কৃষি বিভাগের উপ পরিচালকের কার্যালয় খামারবাড়ি’র গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (৫ জানুয়ারি) বিকালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের কয়েকটি দল এসে প্রায় ৩০ মিনিট চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন। কি কারণে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ও ক্ষতি পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
স্থানীয়রা জানান, বিকাল সাড়ে ৩টার দিকে তারা গুদামের ভিতরে হঠাৎ করে আগুন দেখতে পারে। পরে স্থানীয় ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। ফায়ার সার্ভিসের টহলদল স্থানীয় লোকজনের সহযোগিতায় ৩০ মিনিট চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণ করেন।
লালমনিরহাট কৃষি বিভাগের উপ-পরিচালক শামীম আশরাফ বলেন, অগ্নিকান্ডের ঘটনায় কি পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও বলা সম্ভব হচ্ছে না।