কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে আগুনে পুড়ে গেছে ৮ কক্ষ বিশিষ্ট একটি বাড়ী। ছাই হয়ে গেছে আবাসিক ৪টি কক্ষ ও গুদাম হিসেবে ব্যবহৃত অপর ৪টি কক্ষের সকল মালামাল। এতে ক্ষতি হয়েছে প্রায় ২৫ লক্ষ টাকার। মঙ্গলবার সন্ধ্যায় ওই উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার মাগরিবের আযানের পরে সেকেন্দার আলী ব্যাপারীর বাসায় হঠাৎ আগুন দেখতে পেয়ে তারা চিৎকার করে। দ্রুত তা ছড়িয়ে পড়ে সম্পুর্ন বাড়ীর ৮ টি কক্ষে। যার ৪টি কক্ষে পরিবার নিয়ে বসবাস করতেন সোনাহাট স্থলবন্দরের সিএন্ডএফ এজেন্ট রাবিউল ইসলাম। অপর ৪টি কক্ষে দিন মোহাম্মদের কুমিল্লা বেকারী ও জনৈক শিশির মিয়ার মেসার্স শিশির ট্রেডার্সের গুদাম। পরে খবর পেয়ে নাগেশ্বরী থেকে ফায়ার সর্ভিসের অগ্নি নির্বাপক দল ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনে। ততক্ষনে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে আবাসিক অংশের সকল আসবাবপত্র, নগদ ১ লক্ষ ১০ হাজার টাকা, একটি মোটর সাইকেল, জমির দলিল, ব্যবসার কিছু প্রয়োজনীয় কাগজ, কুমিল্লা বেকারী ও শিশির ট্রেডার্সের ভোগ্যপণ্য। এতে ক্ষতি হয়েছে প্রায় ২৫ লক্ষ টাকার।
নাগেশ্বরী ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার ইমন জানান, আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। তদন্ত করে আগুন এর কারণ উদঘাটন করা হবে।