বাগেরহাট প্রতিনিধিঃবাগেরহাটের ফকিরহাট উপজেলা কেন্দ্রীয় ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশন এর উদ্বোধন হয়েছে।১৮ মার্চ সকালে সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন। এই সময় তার সাথে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মাইন উদ্দিন,খুলনা বিভাগীয় প্রধান মামুন মাহমুদ, জেলা প্রশাসক মোঃ আজিজুর রহমান, পুলিশ সুপার কেএম অরিফুল হক, ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ সহ সংশ্লিষ্ট বিভাগের উদ্ধৃতন কর্মকর্তা, সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের উর্ধতন কর্মকর্তা, প্রেস ও মিডিয়া কর্মীসহ স্থানীয় গন্য মান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। প্রায় দুই বছর সময়ে ৩ কোটি ৪৩ লাখ টাকা ব্যায়ে গণপূর্ত বিভাগ এই স্টেশনটি নির্মাণ করেছে।