নিজস্ব প্রতিবেদকঃ
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে যথাযথ আড়ম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর শুভ জন্মদিন ও জাতীয় শিশু দিবস-২০২৩ উদযাপিত হয়েছে।
দিবসটি উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচী শুরু হয়। সকাল ৯.০০ ঘটিকায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে ও শজিমেক হাসপাতাল, বগুঙায় নবনির্মিত মুজিব কর্ণারে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন চিকিৎসক ও শিক্ষার্থীবৃন্দ। সকাল ৯:১৫ ঘটিকায় শিশু ওয়ার্ডে কেক কাটা হয় এবং শিশুদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়। দিবসটি পালনের লক্ষ্যে হাসপাতালে ভর্তিকৃত রোগীদের মাঝে উন্নত মানের খাবার পরিবেশনের ব্যবস্থা করা হয়। সকাল ৯.৩০ ঘটিকায় ট্রান্সফিউম বিভাগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীর শুভ উদ্বোধন করা হয়। সকাল ৯.৪৫ ঘটিকায় হাসপাতাল বহিঃবিভাগের সামনে থেকে যৌথ র্যালী আয়োজন করা হয়। সকালে শজিমেকহাসপাতাল ক্যাম্পাস সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে চিত্রাঙ্কন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। মেডিকেল কলেজে সকাল ১০.০০ ঘটিকায় কলেজের সামিয়া ইসলাম গ্যালারীতে বঙ্গবন্ধুর ১০৩তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস ২০২৩ ইং এর উপর গুরুত্ব আরোপ করে শজিমেক অধ্যক্ষ অধ্যাপক ডাঃ রেজাউল আলম জুয়েলের সভাপতিত্বে আলোচনা সভা ও আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন হাসপাতালের পরিচালক ব্রিগেঃ জেনাঃ মোঃ জুলফিকার আলম, উপ-অধ্যক্ষ অধ্যাপক ডাঃ সুশান্ত কুমার সরকার, অধ্যাপক ডাঃ নিতাই চন্দ্র সরকার, এ্যানেসথেসিয়া বিভাগ, অধ্যাপক ডাঃ আশরাফুল হক, মেডিসিন বিভাগ, উপ-পরিচালক ডাঃ মোঃ আব্দুল ওয়াদুদ, সমগ্র আলোচনা অনুষ্ঠানটির সঞ্চালনা করেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও সহকারী অধ্যাপক (মেডিসিন বিভাগ) ডাঃ মোঃ মনিরুজ্জামান আশরাফ বিপুল। আরো বক্তব্য রাখেন ডাঃ মোঃ লোকমান হোসেন জুয়েল, আবাসিক সার্জন (সার্জারী), তাহেরা বেগম, সেবা তত্ত্বাবধায়ক, খন্দঃ শফিকুল ইসলাম, সিনিয়র স্টাফ নার্স, মোঃ তোফাজ্জেল হোসেন, সভাপতি ৪র্থ শ্রেণি কর্মচারী সমিতি। দোয়া পাঠ করেন শজিমেক ও হাসপাতাল জামে মসজিদ পেশ ইমাম মোহাম্মদ আলী।
আলোচনা সভায় বক্তারা ১৭ই মার্চ বঙ্গবন্ধুর ১০৩তম জন্মদিন ও জাতীয় শিশু দিবসের তাৎপর্য উল্লেখ করে আগামী প্রজন্মের নিকট বঙ্গবন্ধু ও তাঁর আদর্শ এবং মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার উপর গুরুত্ব আরোপ করেন। প্রধান অতিথির তার বক্তব্যে বাংলাদেশকে একটি সত্যিকারের সোনার বাংলা ও স্মার্ট বাংলাদেশ গঙার প্রত্যয় ব্যক্ত করেন ও সভাপতি তার সমাপনি বক্তব্যে সকলকে বঙ্গবন্ধুর আদর্শ ধারন করে বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায়নের লক্ষ্যে সততা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে যার যার অবস্থান থেকে নিজেদের উপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য সুষ্ঠুভাবে পালনের মধ্য দিয়ে সুন্দর সুখী সমৃদ্ধ দেশ গঙার প্রত্যয়ে সকলকে এগিয়ে আসার আহবান করেন। পরিশেষে বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে আলোচনা সভার সমাপ্তি হয় ও বাদ জোহর হাসপাতাল জামে মসজিদে জুমার নামাজ অন্তে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।