লালমনিরহাট প্রতিনিধি: আসন্ন লালমনিরহাট পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী মোশারফ হোসেন রানার সমর্থনে কর্মি সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ জানুয়ারি) জেলা বিএনপির আয়োজনে বিকালে মোগলহাট ইউনিয়নের কাকেয়া টেপা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কর্মী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু অভিযোগ করে বলেন, লালামনিরহাট পৌরসভার নির্বাচনের কর্মী সভা করতে হচ্ছে একটি ইউনিয়নে বসে! কেননা অনুমতি চাইতে গেলে প্রশাসন পৌরসভায় কোন প্রকার সমাবেশ করার অনুমতি আমাদের দেয় না। কারন আমরা বিএনপি করি। এড়াছাও তিনি বর্তমান সরকারের বিভিন্ন সমালোচনা করেন। শেষে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে মেয়র প্রার্থী মোশারফ হোসেন রানাকে নির্বাচিত করার আহবান জানান।
এতে বিশেষ অতিথি ছিলেন লালামনিরহাট জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবলা।