বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:দিনাজপুরের বিরামপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৩ উপলক্ষে বিরামপুর উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা, পুরুস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার বিকেলে উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে পৌর শহরের শেখ রাসেল মিনি ষ্টেডিয়াম মাঠে উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক দিনাজপুর খালেদ মোহাম্মদ জাকী।
উক্ত ফাইনাল খেলায় বিরামপুর পৌরসভা একাদশ ও কাটলা ইউনিয়ন একাদশের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। উক্ত ফাইনাল খেলায় বিরামপুর পৌরসভা একাদশ ১-০ গোলে কাটলা ইউনিয়ন একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
খেলে শেষে বিজয়ী দল বিরামপুর পৌরসভা একাদশকে চ্যাম্পিয়ন ট্রফি ও নগদ অর্থ তুলে দেন প্রধান অতিথি জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী।
বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল আলম রাজু, পৌর মেয়র আককাস আলী, উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার, সহকারি পুলিশ সুপার (শিক্ষানুবিশ) গোলাম মোর্শেদ, উপজেলা ভাইস ক্রমানুসারে উম্মে কুলসুম বানু, মেজবাউল ইসলাম মন্ডল, থানার অফিসার ইনচার্জ সুমন কুমার মহন্ত, বিরামপুর সরকারি কলেজের অধ্যক্ষ ভারপ্রাপ্ত অদ্বৈত্য কুমার অপু, বিরামপুর মহিলা ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ মেসবাউল হক উপস্থিত ছিলেন।
এছাড়াও অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, সুধীজন, বিভিন্ন স্কুল-কলেজের প্রধান, শিক্ষক, শিক্ষার্থী, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
খেলাটি পরিচালনা করেন, রেফারীদ্বয় শ্রী. ভোলানাথ সরকার ও সহকারি রেফারী হেলাল, মুক্তি মাহমুদ খান ও মোস্তাফিজুর রহমান মাসুম এবং ধারাভাষ্যকারে ছিলেন আসাদুজ্জামান আসাদ ও শামসুল আলম।
উল্লেখ্য, গত ১৭মার্চ ২০২৩ শুক্রবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে উপজেলার ৭ ইউনিয়ন ও ১টি পৌরসভাকে নিয়ে মোট ৮ টিমের মধ্যে স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৩ এর উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়।