লালমনিরহাট প্রতিনিধি: স্বামী সন্তান নেই। টিনের একটি ভাঙা চালা, নেই কোন বেড়া সেখানেই বসবাস করেন শ্রবন প্রতিবন্ধী কদবানু বেগম (৭৫)। খেয়ে না খেয়ে দিন পার করলেও দেখার যেন কেউ নেই। বয়সের ভারে চলতে পারেন না, ঝড় বৃষ্টিতে পরতে হয় বিড়ম্বনায়। এ যেন সীমাহীন কষ্ট বৃদ্ধা কদবানুর। কদবানু লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তুুুষভান্ডার ইউনিয়নের কাশীরাম গ্রামের বাসিন্দা।
জানা গেছে, কদবানুর স্বামী ১৫ বছর আগে মারা গেছেন। এক মেয়ে ছিল বিয়ে হয়েছে। রাস্তার পাশে টিনের একটি ভাঙা চালায় বসবাস করেন তিনি। অন্যের বাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করেন। এ বৃদ্ধা মহিলার থাকার স্থানটুকুও নড়বরে, সীমাহীন কষ্ট নিয়ে বেঁচে আছেন কদবানু। এদের খোঁজ রাখে না কেউ।
এলাকাবাসী জানান, বেড়াবিহীন ভাঙা চালায় অতি কষ্টে জীবন-যাপন করছেন কদবানু। সবার ভাগ্যে সরকারের দেয়া ঘর জুটলেও জোটেনি তার ভাগ্যে। এলাকাবাসী তার থাকার একটি ঘর নির্মাণের জোর দাবী করেন।
বৃদ্ধা কদবানু বেগম জানান, তোমরা গুলা মোর ছবি তুলেন, মোক কায়য়ো দ্যাখেনা, ঘরের বেড়া নাই, ভাঙা ঘরোত থাকং, বৃষ্টি আসলে চালা (ছিদ্র) দিয়ে পানি পড়ে, ব্যাবাগ ভিজি যায়। মোক একনা ঘর করি দেও বাবা।
তুষভান্ডার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুর ইসলাম বলেন, ’কদবানুর বিষয়টি সম্পর্কে আমি অবগত হয়েছি। তাকে সহযোগীতা আশ্বাস দেন তিনি।’
কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রবিউল হাসান, বৃদ্ধ‘কদবানুর বিষয়ে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবী করেন।