বাগেরহাট প্রতিনিধিঃ বাংলাদেশ আওয়ামী
মৎস্যজীবী লীগ বাগেরহাট জেলা শাখার ত্রি-বার্ষিক
সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলন শেষে বিনা প্রতিদ্বন্দিতায় বীর
মুক্তিযোদদ্ধা শেখ আব্দুস সবুর সভাপতি, সেলিনা বানু সেলি সহ-সভাপতি,
মোঃ শাহজাহান আলী খানকে সাধারণ সম্পাদক ও এ্যাড. আফরোজুল
ইসলামকে যুগ্ম-সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়েছে।
সোমবার (২০ মার্চ) সকালে বাগেরহাট স্বাধীনতা উদ্যান চত্বরে জাতীয়
পতাকা উত্তোলণ, বেলুন ও কবুতর উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন
বাংলাদেশ আওয়ামী ম স্যজীবী লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর
মুক্তিযোদ্ধা মোঃ সাইদুর রহমান।
বাগেরহাট স্বাধীনতা উদ্যানে আয়োজিত আলোচনা সভায় জেলা আওয়ামী
মৎস্যজীবি লীগের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুস সবুরের
সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য রাখেন মৎস্যজীবী লীগ
কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক লায়ন শেখ আজগর নস্কর। বিশেষ
অতিথি জেলা আ. লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু,
সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ্যাড. ভূইয়া হেমায়েত উদ্দিন,
সাংগঠনিক সম্পাদক মীর ফজলে সাইদ ডাবলু, বাংলাদেশ আওয়ামী
মৎস্যজীবী লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ড. মমতাজ খানম,
স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ মোঃ রুহুল আমীন, কেন্দ্রীয় কমিটির
সাংগঠনিক সম্পাদক রাইসুল কবির দিপু, আ. লীগ বাগেরহাট সদর পৌর
শাখার সভাপতি শেখ বশিরুল ইসলাম, জেলা মৎস্যজীবী লীগের যুগ্ম-
আহবায়ক এ্যাড. আফরোজুল ইসলাম, সাধারন সম্পাদক সেলিনা বানু সেলি
প্রমুখ।অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে মুক্তিযুদ্ধের
চেতনায় বিশ্বাসী আ. লীগকে পুনরায় ক্ষমতায় আনতে তৃণমুল পর্যায়ে
জোরালোভাবে কাজ করার আহবান জানান।
দ্বিতীয় অধিবেশনে বিনা প্রতিদ্বন্দিতায় বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুস
সবুরকে পুনরায় সভাপতি, সেলিনা বানু সেলিকে সহ-সভাপতি, মোঃ শাহজাহান
আলী খানকে সাধারণ সম্পাদক ও এ্যাড. আফরোজুল ইসলামকে যুগ্মসাধারন
সম্পাদক মনোনীত করা হয়। পরবর্তীতে পুর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে
বলে কেন্দ্রীয় নেতৃবৃন্দ জানান।
সম্মেলনে মৎস্যজীবি লীগের জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিপুল
সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।