বছর ঘুরে ফুটলো আবার
রমজান মাসের হাসি,
ত্রিশ রোজা রাখবো সবাই
সঠিক পথে আসি।
নামাজ রোজা রাখবো সবাই
কুরআন হাদিস মেনে,
সাহরি আর ইফতার খাবো
সঠিক নিয়ম জেনে।
কুরআন হাদিস মেনে চললে
কমবে পাপের বোঝা,
নামাজ আদায় করবো সবাই
রাখবো ত্রিশ রোজা।
রোজা রেখে নামাজ আদায়
করো যদি সবে,
পরকালে জান্নাত আসবে
সুখের জীবন ভবে।
রমজান মাসের হাসি দেখে
খুশি সবার মন,
নামাজ রোজা রাখবে সবাই
পরকালের ধন।
আল্লাহর হুকুম মেনে চললে
কমবে পাপের বোঝা,
রমজান মাসের সুভাষ জুড়েই
রাখবো ত্রিশ রোজা।
কবি পরিচিতি
মুহাম্মদ এমরান ২০০০ সালের ১২ই জানুয়ারী বান্দরবান জেলার লামা উপজেলাধীন ০৩ নং ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছা পোয়াংবাড়ী গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। তার পিতা মুহাম্মদ নুরুজ্জামান ও মাতা সেতারা বেগম। তিনি পরিবারের প্রথম সন্তান।
তিনি ২০২০-২১ সালে উচ্চ মাধ্যমিক পাশ করেন এবং বর্তমানে ডিগ্রীতে অধ্যায়নরত আছেন। পেশাগত জীবনে সাংবাদিক, শিক্ষক হিসেবে কাজ করছেন। তিনি একাধারে সাংবাদিক কবি ও সাহিত্যিক। সাহিত্যের বিভিন্ন শাখায় তাঁর বিচরণ হলেও কাব্য সাধনায় তিনি অগ্রগামী। তিনি এক আধ্যাত্মবাদী কবি। তাই তাঁর কবিতা ও লেখালেখিতে পাওয়া যায় আধ্যাত্মিকতার ঝলক।