গোসাইরহাট (শরীয়তপুর) প্রতিনিধি :- শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলা প্রশাসনের আয়োজনে ২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ মার্চ বেলা সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে নির্বাহী অফিসার কাফী বিন কবির এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান ঢালী, বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুজন দাশগুপ্ত ,থানার অফিসার ইনচার্জ মো আসলাম সিকদার।
অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. হাফিজুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা হাসিবুল হক, কৃষি কর্মকর্তা মো. শাহবুদ্দিন, আইসিটি কর্মকর্তা মাঈনুল ইসলাম সহ উপজেলা সকল দপ্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দ এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষক বৃন্দ বিভিন্ন মসজিদের ইমামগন ও গণমান্য ব্যক্তিবর্গ নারী পুরুষ ও স্থানীয় সর্বসাধারণ এবং উপজেলার প্রিন্ট ও ইলিকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তানি জান্তারা এদেশের বুদ্ধিজীবি, কৃষক – শ্রমিক, সাংবাদিক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ছাত্রসহ বিভিন্ন ব্যক্তির উপর নির্বিচারে গণহত্যা চালিয়ে বাংলাদেশকে মানচিত্র থেকে বাদ দিতে চেয়েছিল। তাদের সে আশা পূর্ণ হয়নি। আজ সেই ২৫ মার্চ ভয়াল গণহত্যা ও কালো দিবস পালন করছে বাঙালী জাতি। এ ছাড়া ২৫ মার্চ রাতে ১ মিনিট সারা দেশে সকল আলো বন্ধ রেখে নিরবতা পালনের নির্দেশ প্রদান করা হয়। ইতিমধ্যে গোসাইরহাট সকল গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে আলোকসজ্জা করা হয়েছে। ২৫ মার্চ রাতে সকল আলোক সজ্জা বন্ধ রাখার সিদ্ধান্ত গৃহিত হয়। এই দিনটি বাঙালী জাতির একটি স্মরণীয় দিন হিসেবে ঘোষনা করা হয়।
মো. সাহেদ আহমেদ।
গোসাইরহাট প্রতিনিধি।
মোবাইল .০১৬১১৫১৮৫৪৬.