গোসাইরহাট(শরীয়তপুর) প্রতিনিধি:- গোসাইরহাটে বর্ণাঢ্য কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার (২৬ মার্চ) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে গোসাইরহাট উপজেলার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন, স্বাধীনতার শ্বেত পায়রা ও বেলুন উড়িয়ে কুচকাওয়াজ ও ডিস-প্লে, বীর মুক্তিযুদ্ধাদের সংবর্ধনা সহ নানা আয়োজনে দিবসটি পালিত হয়েছে।
এর আগে সকাল সাড়ে ৬টায় গোসাইরহাট উপজেলা প্রশাসনের আয়োজনে ৩১ বার তোপধ্বনীর মাধ্যমে দিবসের কর্মসূচি শুভ সূচনা হয়। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে উত্তোলন করা হয় জাতীয় পতাকা। পরে উপজেলা পরিষদ চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করা হয়।
কুজকাওয়াজে অংশগ্রহণ করেন পুলিশ, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স, স্কাউট ও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান।
রবিবার (২৬ মার্চ) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার কাফী বিন কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুর রহমান ঢালী।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুজন দাশগুপ্ত, সহকারী সার্জন জিন্নাত হোসেন গোসাইরহাট, উপজেলা কৃফি কর্মকর্তা মো. শাহবুদ্দিন, সহকারী প্রোগ্রামার (উপজেলা আইসিটি অফিসার) মাঈনুম ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মো. আবুল খায়ের.থানার অফিসার ইনচার্জ মো. আসলাম সিকদার. উপজেলা প্রাথমিক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিসার, উপজেলা পৌরসভা দলিও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ সাংবাদিক সহ উপজেলার বিভিন্ন পর্যায়ের সরকারি ও বেসরকারি কর্মকর্তা কর্মচারী সাংস্কৃতিক অঙ্গন সাহিত্য শাসিত গণমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, সাংবাদিকবৃন্দ ও সুধিজনরা।