নিজস্ব প্রতিবেদক :- বাকেরগঞ্জে পূর্ব চরাদি ইউনিয়নে ক্ষমতার অপব্যবহার করে বাড়ির মধ্যে ভবন উত্তোলন এর অভিযোগ পাওয়া গেছে, ঘটনা এস্তানে গিয়ে দেখা যায় বাড়ির রাস্তা ঘাট বন্ধ করে পত্রিকার হকার ইব্ররাহিমের ক্ষমতার দাপটে ভবন নির্মাণ এর কাজ শুরু হয়, এ নিয়ে নিজেদের মধ্যে মনমালিন্য দেখা দিয়েছে, তার চাচতো বোন জামাই আতাহার হোসেন বাকেরগন্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন, আতাহার হোসেন বলেন আমার শশুর বাড়ি কখনো আসিনি হঠাৎ করে বেড়াতে এসে দেখি শশুর বাড়ি মধ্য আসা যাওয়ার রাস্তা বন্ধ করে, আমার চাচতো শালা ইবরাহিম ভবন নির্মান কাজ শুরু করে, আমার চাচা শশুর ও ইব্রাহিমকে বিষয়টি অবগত করলে আমার উপর ক্ষিপ্ত হয়ে উঠে আমাকে জাতে অজাতে গালি গালাজ করে আমাকে প্রাণনাশের হুমকি দায়, আশে পাশের মুরব্বিরা ব’লেন বাসার মাষ্টার এই পযন্ত কয় এক বার সালিশ করেন তার সালিশের তোয়াক্কা না করে তার পরেও ভবন নির্মানের কাজ চালিয়ে যাওয়া হয়, বাকেরগন্জ থানার এস আই ফোরকান হোসেন বলেন আমরা অভিযোগ পেয়ে ভবনের কাজ বন্ধ করে দিয়েছি ফায়সালা না হওয়া পর্যন্ত নির্মান কাজ বন্ধ থাকবে।