নিজস্ব প্রতিবেদক :- বড়িয়া প্রিমিয়ার টুর্নামেন্ট ক্রিকেট খেলা মাঠ বিহীন বিলুপ্তির পথে।ইংরেজি২০১৫ সালে ঐতিহাসিক বি পি এল ক্রিকেট টুর্নামেন্ট-এর যাত্রা শুরু হয়ে।ধারাবাহিক ভাবে দীর্ঘ ছয়টি বছর চলতে থাকলে।নির্ধারিত মাঠে কয়েক বছর ধরে পতিত জমিতে বোরোধান চাষের কারণে বি পি এল ক্রিকেট টুর্নামেন্ট এর আয়োজন করার মতো এলাকায় মাঠ না থাকায়।
প্রতি বছর ধরে চলে আসা সবার প্রিয় বি পি এল বন্ধে অনেকেই অস্বস্তি বোধ করছেন।২০১৫ সালে এলাকার যুবকদের অভিভাবক তুল্য মুহাম্মদ মিজান মোল্লার দিকনির্দেশনার মধ্যেদিয়ে।সিনিয়র বড় ভাইদের মাধ্যমে -এ খেলার সুচনা হয়।এতে প্রতি বছর খেলার মৌসুমে বি পি এল খেলা নিয়ে সকল ক্রিয়া প্রেমীদের মধ্যে আনন্দ উৎসাহ বিরাজ করতো।
মাঠ বিহীন ধারাবাহিকভাবে চলে আসা ক্রিকেট টুর্নামেন্ট বন্ধে।এবং এলাকায় বিকল্প উপযুক্ত ক্রিকেট ফুটবল খেলার মাঠ না থাকায় এলাকার শিশু কিশোর মাদক,জুয়া,মোবাইল গেম সহ বিভিন্ন অশ্লীলতার দিকে ঝুকে পড়েছে
এলাকার যুবকদের অভিভাবক তুল্য মিজান মোল্লার দৃষ্টি আকর্ষণ করে সকল শিশু কিশোর দের পক্ষ থেকে বড়িয়া নিউজ এর মাধ্যমে বলতে চাই।এ-এলাকার শিশু কিশোরদের আনন্দ বিনোদনের জন্য বড়িয়া স্কুল মাঠ ভরাট এর ব্যবস্থা করে দিবেন।আপনি উদ্যোগ নিলে এক বছরের মধ্যে মাঠ ভরাট সম্ভব।
সরকারি তহবিল থেকে স্কুলের মাঠ ভরাট -এর জন্য নির্ধারিত অর্থ অন্যদিকে ব্যবহিত হচ্ছে। আপনি সোচ্চার থাকলে পরবর্তী ধাপে মাঠ পরিপূর্ণ সমতল করা সম্ভব।আর এটা আপনাকে করতেই হবে।
নিচে উল্লেখিত পিকচারে বড়িয়ার এক ঝাঁক যুবক একই ফ্রেমে।চাইলে এমন একটা ফ্রেম তৈরি করা সম্ভব না।যেটি সম্ভব হয়েছিলো।দুই হাজার উনিশ সালে।