লালমনিরহাট প্রতিনিধি: পুলিশই জনতা, জনতাই পুলিশ-এই স্লোগান নিয়ে বাল্যবিয়ে, মাদক, জুয়াসহ বিভিন্ন সামাজিক অপরাধ নির্মুল করা লক্ষ্যে আদিতমারী থানা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ওপেন হাউজ ডে।
বৃহস্পতিবার (৭ জানুয়ারী) বিকালে আদিতমারী থানা চত্বরে ওসি সাইফুল ইসলামের সভাপতিত্বে ওপেন হাউজ ডের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট পুলিশ সুপার আবিদা সুলতানা (বিপিএম,পিপিএম)। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মারুফা জামাল, (এ-সার্কেল),আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) মুহাাম্মদ মনসুর উদ্দিন ও মহিলা ভাইসচেয়ারম্যান জেসমিন আক্তার।
এসময় উম্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন আদিতমারী কেবি বালিকা স্কুল এ্যান্ড কলেজের শিক্ষার্থী শাহানাজ পারভীন, ভাদাই ইউনিয়নের গ্রাম পুলিশ মাহবুবার রহমান, দুর্গাপুর ইউনিয়নের ইউপি সদস্য আব্দুর সাত্তার, ভেলাবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আলী, দুর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান খালেকুজ্জামান প্রামাণিক, সারপুকুর ইউনিয়নের চেয়ারম্যান আজিজুল ইসলাম প্রধান, মহিষখোচা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোসাদ্দেক হোসেন চৌধুরী, আদিতমারী উপজেলা পুলিশিং কমিটির সভাপতি আবু বক্কর সিদ্দিক, সম্পাদক শিল্পপতি আব্দুল হাকিম, বীরমুক্তিযোদ্ধা আব্দুল হামিদ মোল্লা প্রমুখ।
ওপেন হাউজ- ডেতে মুক্তিযোদ্ধা, ইউপি চেয়ারম্যান, সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ, গ্রাম পুলিশ, ইমাম,শিক্ষক ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।