নিজস্ব প্রতিবেদক:- বাকেরগঞ্জে ২৯ মার্চ বুধবার সকালে বিভিন্ন নদীতে অভিযান পরিচালনা করে ৫ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল সহ তিন জেলেকে আটক করেছেন ভ্রাম্যমান আদালত।আটকৃতরা হলেন মোঃ শিপন গাজী (৩০) পিতা মৃত্যু আয়নাল গাজী, মোঃ রাইম (১৬) পিতা আঃ রহমান সরদার, মোঃ মাহবুব হাওলাদার (১৭) পিতা মোঃ মনির হাওলাদার,গ্রাম আন্দারমানিক ৩ নং দাড়ীয়াল ইউনিয়ন।তথ্যসূত্রে জানা যায় গতকাল ২৯ মার্চ বুধবার সকালে উপজেলা মৎস্য কর্মকর্তা নাসির উদ্দিনের নেতৃত্বে ও বাকেরগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় অভিযান চালানো হয় এ সময় ৫ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয় এবং তিন জেলেকে আটক করে ভ্রাম্যমান আদালত জব্দকৃত জাল উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্রশীলের উপস্থিতিতে পুড়িয়ে ফেলা হয় এবং জেলেদের তিনজনের ভিতরে রাইম ও মাহবুব এই দুই জনের বয়স ১৮ বছর এর কম ও ছাত্র হওয়ায় তাদেরকে ভবিষ্যতে আর এই ধরনের অপরাধ না করার মুসলিখা রেখে ছেড়ে দেয়া হয় এবং শিপন গাজিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্রশীল ও উপজেলা মৎস্য কর্মকর্তা নাসির উদ্দিন গনমাধ্যম কে জানান, ১ নভেম্বর থেকে ৩১ মে পর্যন্ত জাটকা ধরা, বিক্রয়, পরিবহন ও মজুদ করা আইনত দণ্ডনীয় অপরাধ।এ সময় ইলিশ মাছ স্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়ে দেড় থেকে দুই কেজি ওজনের হয়। কিন্তু অনেক জেলেরা অতিরিক্ত আয়ের জন্য মৎস্য আইন অমান্য করে ৪ থেকে ৬ ইঞ্চি লম্বা না হতেই তারা এসব জাটকা ধরে ফেলে।এ সময় জাটকা শিকার, বিক্রি নিষিদ্ধ থাকলেও কতিপয় অসাধু জেলেরা জাল দিয়ে ঝাটকা সহ বিভিন্ন মাছের পোনা ধরে বাজারে বিক্রি করছে। দেশের ইলিশ রক্ষায় উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের পক্ষ থেকে এ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। এ বিষয়ে বাকেরগঞ্জ উপজেলার মৎস্য কর্মকর্তা নাসির উদ্দিন আরো জানান বাকেরগঞ্জের কোন নদীতে অবৈধ কারেন্ট জাল দিয়ে মাছ শিকার করলে তাদেরকে আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হবে।