লালমনিরহাট প্রতিনিধি: সরকারী আদিতমারী জিএস মডেল স্কুল এন্ড কলেজ মাঠে বাংলাদেশ স্কাউটস আদিতমারী উপজেলার আয়োজনে ৩ দিন ব্যাপী সপ্তম উপজেলা স্কাউটস সমাবেশ শুরু হয়েছে। স্কাউটস সমাবেশ চলবে ১০ জানুয়ারি পর্যন্ত।
গত বৃহস্পতিবার (৭ জানুয়ারি) এ স্কাউটস সমাবেশের উদ্ধোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও জেলা স্কাউটস সহ-সভাপতি মোঃ রফিকুল ইসলাম। এসময় আদিতমারী উপজেলা স্কাউটস সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মনসুর উদ্দিন, জেলা স্কাউটস সম্পাদক মোজাম্মেল হক, উপজেলা স্কাউটস সম্পাদক শওকাত আরা সিদ্দিকা ও রোভার সদস্য উপস্থিত ছিলেন।
উপজেলা স্কাউটস সমাবেশে তিন জন শিক্ষানুরাগী ব্যক্তি গিরিজা শংকর, কান্তেশ্বর বর্মণ ও মজিবর রহমানের নামে তিনটি সাব ক্যাম্পের অধীনে ১৪ টি উপদলে ১১২ জন স্কাউট এবং গার্ল ইন স্কাউট সদস্য অংশগ্রহণ করেন। স্কাউটস কর্মকর্তা এবং রোভার স্কাউটসহ মোট ১৫০ জন সদস্য অংশগ্রহণ করেন।
রবিবার (৯ জানুয়ারি) মহাতাবু জলসার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শেষ হবে উপজেলা স্কাউট সমাবেশ । মহাতাবু জলসায় লালমনিরহাট জেলা প্রশাসক মোঃ আবু জাফর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে আয়োজকরা জানান।