গোসাইরহাট (শরীয়তপুর) প্রতিনিধি:- গোসাইরহাট উপজেলার আলাওলপুর ইউনিয়নের চরজালালপুরে কৃষকদের ধান কেটে নেওয়ার অভিযোগ বর্তমান চেয়ারম্যান ওসমান বেপারীর সমর্থকদের বিরুদ্ধে। গত এক সপ্তাহ ধরে পুলিশের নিষেধাজ্ঞা অপেক্ষা করে ধান কেটে নেন চেয়ারম্যান সমর্থকরা।
আলাওলপুর ইউনিয়নের চরজালালপুর এলাকার ভুক্তভোগী কৃষকরা জানান, তাদের জমিতে তারা ধান রোপন করেন। সেই ধান কাটার সময় হলে আলাওলপুর ইউনিয়নের চেয়ারম্যান ওসমান বেপারীর সমর্থরা জোরকরে ধান কেটে নিয়ে যান। ভুক্তভোগী কৃষকরা থানার সহযোগিতা চাইলে থানা পুলিশ গিয়ে ধান কাটা নিষেধ করে আসেন পুলিশের নিষেধ না মেনে আবারো সেই ধান কেটে নিয়ে যান চেয়ারম্যানের সমর্থকরা। এ বিষয় নিয়ে গোসাইরহাট থানায় উভয় গ্রুপের লোক জনকে ডেকে মীমাংসা করে দিলেও অভিযোগকারী কৃষকদের বাদ দিয়ে চেয়ারম্যান সমর্থকরা আবারো ধান কেটে নিয়ে যায়। ভুক্তভোগী কৃষকরা জানান তাদের ধান ফিরিয়ে দেওয়া না হলে তারা অনশনে যাবেন।
এবিষয়ে আলাওলপুর ইউনিয়নের চেয়ারম্যান ওসমান বেপারী বলেন, ইউনিয়নের সবাই আমার লোক যারা ধান লাগিয়েছে তারা তাদের ধান কেটে নিয়েছেন।
গোসাইরহাট থানার অফিসার ইনচার্জ আসলাম সিকদার বলেন, চরজালালপুর এলাকার কৃষকদের ধান নিয়ে বিরোধের বিষয়টি মীমাংসা করে দেওয়া হয়েছে।