মুহাম্মদ এমরান
বান্দরবান:-লামা উপজেলার ০৩ নং ফাঁসিয়াখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ হোসাইন মামুন ‘সাউথ এশিয়া গোল্ডেন পিস’ অ্যাওয়ার্ড ২০২৩ পেয়েছেন । সাংগঠনিক দক্ষতা ও সমাজ সেবায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরুপ তাকে এই এ্যাওয়ার্ড এ মনোনীত করা হয়েছে।
গত (০৪ এপ্রিল ২০২৩) বিকেল সাউথ এশিয়া সোস্যাল কালচারাল ফোরামের উদ্দ্যোগে ঢাকা হোটেল এশিয়া এন্ড রিসোর্টের মিলায়াতনে তাকে আনুষ্ঠানিকভাবে এই অ্যাওয়ার্ড প্রদান করা হবে।
জানা গেছে, সংগঠনের ১৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সম্প্রীতি রক্ষায় করণীয় শীর্ষক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিচারপতি এস.এম মজিবুর রহমান, হাইকোর্ট বিভাগ, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। উক্ত অনুষ্ঠানে সভাপত্বি করেন, মুহাম্মদ আতা উল্লাহ খান, চেয়ারম্যান সাউথ এশিয়া সোস্যাল কালচারাল কাউন্সিল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রফেসর ড. কামাল উদ্দিন আহমেদ, সাবেক উপাচর্যা শেরে বাংলা বিশ্ব বিদ্যালয়, ড. মোহাম্মদ জকরিয়া, সাবেক ভারপ্রাপ্ত সচিব, বাংলাদেশ নির্বাচন কমিশন, কর্ণেল অবঃ আশরাফ আল-দীন রাষ্ট্রচিন্তক, নিরাপত্তা বিশ্লেষক ও শিক্ষাবিদ, পীরজাদা শহিদুল হারুন, অতিরিক্ত সচিব, অর্থ মন্ত্রনালয়, কবি নুরুল ইসলাম বিপিএম, এডিশন্যাল এসপি ও ডেপুটি ডিরেক্টর, আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল।
এ বিষয়ে ০৩ নং ফাঁসিয়াখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ হোসাইন মামুন বলেন, পারবর্ত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং মন্ত্রী মহোদয় এর দিকনির্দেশনায় আওয়ামী লীগের সাংগঠনিক দক্ষতা ও সমাজ সেবায় বিশেষ অবদান রেখেছি। সাউথ এশিয়া সোস্যাল কালচারাল ফোরামের তদন্তে আমাকে মনোনীত করে সংগঠনের মহাসচিব এম এইচ আরমান চৌধুরী স্বাক্ষরিত চিঠি প্রেরণ করেন। সেই মোতাবেক আমি গত ০৪ এপ্রিল ২০২৪ইং গোল্ডেন এ্যাওয়ার্ড আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছি।
এর আগেও গত ২৮ জানুয়ারি ২০২৩ইং, সাংগঠনিক দক্ষতা ও সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য বান্দরবান জেলার শ্রেষ্ট সমাজ সেবক হিসাবে মাদার তেরেসা গোল্ডেন এ্যাওয়ার্ড-২৩ পেয়েছেন মোহাম্মদ হোসাইন মামুন।
মোহাম্মদ হোসাইন মামুন ছাত্রজীবন থেকেই ছাত্র রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়েন। ১৯৯৭-২০০৫ পর্যন্ত ০৩ নং ফাঁসিয়াখালী ইউনিয়ন ছাত্রলীগের প্রতিষ্ঠতা সাধারণ সম্পাদক এর দায়িত্বে ছিলেন।
২০০৫-২০১১ইং পর্যন্ত বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবকলীগ ০৩ নং ফাঁসিয়াখালী ইউনিয়ন এর সভাপতি। ২০১২-২০১৮ ইং পর্যন্ত ইউনিয়ন আওয়ামিলীগ এর সদস্য। ২০১৮ইং হইতে ২য় মেয়াদে ইউনিয়ন আওয়ামিলীগ সাধারণ সম্পাদক ও ২০১৬ ইং হইতে ২য় মেয়াদে ইউনিয়ন পরিষদের সদস্যের দায়িত্ব পালন করে আসছেন।
এছাড়াও তিনি, বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার এসোসিয়েশন লামা উপজেলা শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। সততা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করায় তাকে মাদার তেরেসা গোল্ডেন এ্যাওয়ার্ড ২৩ পুরস্কার দেওয়া হয়।
মোহাম্মদ হোসাইন মামুন আলোকিত প্রতিবেদককে কে বলেন, এটা আমার নিদারুণ এক অনুভূতি। সাউথ এশিয়া গোল্ডেন পিস এ্যায়ার্ড-২০২৩ সম্মাননা পেয়ে আমি সত্যিই আনন্দিত। এ সম্মাননা পেয়ে তিনি সাউথ এশিয়া সোস্যাল কালচারাল কাউন্সিল এর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং সবসময় তার ওয়ার্ডবাসীদের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এছাড়াও তিনি ০৩ নং ফাঁসিয়াখালী ইউনিয়নের মানুষের মাঝে অম্লান হয়ে থাকবেন বলে আশ্বাস দেন। তিনি তার এ কৃতিত্ব পুরো ইউনিয়ন বাসীর নামে উৎসর্গ করলেন।
তার এ প্রাপ্তিতে এলাকাবাসীসহ উপজেলার বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মী ও গনমাধ্যমে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছে অনেকে।