আমিনুল ইসলাম আশিক
আমি জানি , মানুষের উৎপত্তি হয়েছিল হযরত আদম (আঃ) এবং হযরত হাওয়া (আঃ) হতে কিন্ত হযরত হাওয়া (আঃ) কে সৃষ্টি করা হয়েছিল হযরত আদম (আঃ) এর বা”_ পাজরের হার থেকে তাহলে এটা প্রমাণিত হয় যে পুরুষের ত্যাগের জন্যই আজ নারীর অস্তিত্ব আছে পৃথিবীতে। সৃষ্টির সুরু হতে আজ একবিংশ শতাব্দী পর্যন্ত পুরুষরা নারীর ভালোবাসার সার্থে অনেক কিছু আবিষ্কার করেছেন ! যেমনটা ইতিহাস সাক্ষ্য দেয় সম্রাট শাহজাহান তার স্ত্রীকে ভালোবেসে আজ পৃথিবীতে একটি আশ্চর্য্যনিয় একটি মহল তৈরি করেন। বাদশা হারুন অর রশিদ কেন পিছিয়ে থাকবেন তিনিও তার স্ত্রীর ভালোবাসার সাক্ষা দিয়েছিল। তবে এটা বলা যেতে পারে নারীরা কি করলো পুরুষের জন্য? আজ পৃথিবীতে যদি নারীর ভালোবাসা থাকতো তাহলে পুরুষ কবির সংখ্যা সিংহভাগ থাকতো না।”দেশে- শেরা সকল কবি ছিলেন পুরুষ কবি” আজ নারীর ভালোবাসা থাকলে এই’ “প্রেম কাব্য রচয়িত হতো না। হতো না সেই কবি_গুরু রবীন্দ্রনাথের “মেঘমালা গান” আমার বরিশালের একজন নাম করা কবি তার কবিতায় আমি কিংবদন্তী কথা বলছি কবিতায় বলেছিলেন : “ভালোবাসা দিলে মা-মরে যায়” এই লাইনটির তাৎপর্য খুবই সুন্দর। ‘আমাদের বরিশাল বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী ছাত্রের জীবনের ভালোবাসা সম্পর্কে একটি ধারনা পেরেছিলাম যে তিনি তার মনের মাধুরী মিশিয়ে এক নারীকে ভালোবাসেছিলেন কিন্ত ওই নারী তার মৃত্যুর কারণ হয়েছিল।