করোনা পজিটিভ জানার পর বাসায় টানা ১২ দিন আইসোলেশনে থেকে করোনামুক্ত হলেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। গতকাল মঙ্গলবার রাত নয়টায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে তাঁর ফলোআপ নমুনা পরীক্ষার ফল ‘করোনা নেগেটিভ’ এসেছে।
সিলেট সিটি করপোরেশনের জনসংযোগ দপ্তরের কর্মকর্তা আবদুল আলিম শাহ প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, মঙ্গলবার সকালে মেয়র চিকিৎসকের পরামর্শে ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা দেন। রাত নয়টার দিকে তাঁর করোনা নেগেটিভ রিপোর্ট আসে।