কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে।
রবিবার দুপুরে এ উপলক্ষ্যে উপজেলা আওয়ামীলীগ সভাপতি আতাউর রহমান শেখের নেতৃত্বে একটি র্যালী বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে তিনকোণা মোড়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আতাউর রহমান শেখের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ যুগ্ন সম্পাদক নুরুল হুদা দুলাল, জেলা পরিষদ সদস্য আহম্মদ আলী পোদ্দার রতন, সাংগঠনিক সম্পাদক হারুন-অর-রশিদ ও উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ প্রমুখ।