লালমনিরহাট প্রতিনিধি: দরিদ্র, অসহায় ও শীতার্ত মানুষের মাঝে মানবতার কল্যাণ ফাউন্ডেশন রংপুরের উদ্দ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
রবিবার (১০ জানুয়ারী) আদিতমারী উপজেলার মহিষখোচা স্কুল এ্যান্ড কলেজ মাঠে মহিষখোচা উদ্দীপ্ত তরুণ সংঘের সহযোগিতায় ৪ শতাধিক শীতবস্ত্র বিতরণ করা হয়।
কনকনে শীত ও হিমেল হাওয়া উপেক্ষা করে তিস্তার চরাঞ্চলে দরিদ্র ও অসহায় শীতার্ত মানুষজন মানবতার কল্যাণ ফাউন্ডেশনের কম্বল পেয়ে আবেগ আপ্লুত হয়ে পরেন। কম্বল পেয়ে তিস্তার চরাঞ্চলের জহিরব বেওয়া বলেন, “বাবা মুই আজ আইতোত আরামে ঘুমবার পাইম”। মোক যারা এই কম্বল খানা দিছেন, আল্লাহ তাক শান্তি দিবেন।
মানবতার কল্যাণ ফাউন্ডেশনের রংপুর বিভাগীয় সভাপতি কবি নাসরিন নাজের সভাপতিত্বে মানবতার কল্যাণ ফাউন্ডেশন রংপুর জেলা সভাপতি ইঞ্জিনিয়ার দেলোয়ার হোসেনের সঞ্চালনে বক্তব্য রাখেন, অধ্যক্ষ শরওয়ার আলম, উদ্দীপ্ত তরুণ সংঘের সভাপতি আলমগীর হোসেন, রফিকুল ইসলাম মারুফ, উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আ,স,ম রওশন নবী মোহন, রংপুর জেলা স্কুলের সহকারী শিক্ষক শাহীনা সুলতানা, ইত্তেফাক প্রতিনিধি সুলতান হোসেন, জুলফিকার আরাফত পরশ, মানবতার কল্যাণ ফাউন্ডেশনের রংপুর বিভাগীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান, সহ-সভাপতি নাজিরা পারভীন, সাধারণ সম্পাদক আবু নাসের সিদ্দিক, তুহিন প্রমুখ।