করোনাভাইরাসের প্রভাব দিন দিন কমছে দেশটিতে। পাকিস্তানের ছেলেদের ক্রিকেট দল এরই মধ্যে ইংল্যান্ডে জৈব সুরক্ষিত বলয়ের মধ্যে থেকে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ খেলে এসেছে। ইংল্যান্ডকে জানিয়ে এসেছিল, তারাও যেন পাকিস্তানে এসে খেলে যায়। ইংল্যান্ড আসবে কি আসবে না, সেটি ভবিষ্যতের প্রশ্ন। আপাতত জিম্বাবুয়ে থেকে সুখবর এসেছে পাকিস্তানের জন্য।
তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টির সিরিজের জন্য অক্টোবরে পাকিস্তানে আসার কথা ছিল জিম্বাবুয়ের। সেই সফরে আসার জন্য জিম্বাবুয়ে দলকে আজ অনুমতি দিয়েছে জিম্বাবুয়ের সরকার। আগামী ২০ অক্টোবর পাকিস্তান এসে পৌঁছাতে পারে জিম্বাবুয়ে দল। ‘সব আনুষ্ঠানিকতা শেষ! অক্টোবর-নভেম্বরে একটি সীমিত ওভারের সিরিজের জন্য জিম্বাবুয়ে ক্রিকেট দলকে অনুমতি দিয়েছে জিম্বাবুয়ে সরকার’—লিখেছে জিম্বাবুয়ে ক্রিকেটের অফিশিয়াল টুইটার।
তিন ওয়ানডের এ সিরিজটি এ বছর থেকে শুরু হতে যাওয়া আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের অংশ। এটি ২০২৩ বিশ্বকাপের বাছাইপর্বও। সিরিজটি শুরু হবে ৩০ অক্টোবর। এখন পর্যন্ত যা গুঞ্জন, তাতে সব ওয়ানডেই হবে মুলতানে। ৩০ অক্টোবর প্রথম ওয়ানডে, পরের দুটি ১ ও ৩ নভেম্বর। তিন টি-টোয়েন্টির সিরিজটি হতে পারে রাওয়ালপিন্ডিতে। ম্যাচ তিনটি হবে ৭, ৮ ও ১০ নভেম্বর। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ঘোষিত সূচি অনুযায়ী এই সিরিজের আগেই পাকিস্তানের ঘরোয়া মৌসুমও শুরু হবে।