উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে
ধামুরা ডিগ্রী কলেজে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে উৎসবমুখর পরিবেশে গভার্নিংবডির অভিভাবক সদস্য নির্বাচন সম্পন্ন হয়েছে।
রবিবার (১৬ এপ্রিল)
সকাল ১০ থেকে দুপুর ৪টা পর্যন্ত কলেজের হলরুমে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে একটানা ভোট গ্রহণ করা হয়।
মোট ভোটার সংখ্যা
১২৮৯ জন। ৪৮৬ জন
তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এ নির্বাচনে ৫ জন পুরুষ
অভিভাবক সদস্য প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে ৩ জন অভিভাবক
প্রতিনিধি নির্বাচিত হন।
নির্বাচিতরা হলেন- আলমগীর হোসেন মিঞা ২৮৩ ভোট পেয়ে প্রথম ও মো.মুর্ত্তজা আলম খাঁন ২৭৬ ভোট পেয়ে দ্বিতীয় এবং
মো.সেকেন্দার আলী ঢালী ২১৮
ভোট পেয়ে নির্বাচিত হন।
নির্বাচন পরিচালনার সার্বিক দায়িত্বে ছিলেন ধামুরা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আবুল কালাম সরদার।
ভোট গণনা শেষে নির্বাচিত গভার্নিংবডির
অভিভাবক সদস্যরা
বলেন, শিক্ষার গুণগত মান উন্নয়নে বর্তমান সরকারের নানামুখী পদক্ষেপ বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতা করা হবে। এছাড়া কলেজের সার্বিক উন্নয়নসহ যে কোনো ধরনের স্বার্থপরিপন্থী পরিস্থিতি মোকাবেলায় সবসময় তাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।