• সোমবার, ০৫ জুন ২০২৩, ০৩:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে কাউন্সিলর প্রার্থী মোয়াজ্জেম হোসেন চুন্নুর জয়জয়কার কুলাউড়া উপজেলা মাইক এন্ড সাউন্ড সিষ্টেম ব্যাবসায়ী সমিতি নতুন কমিটি গঠন সম্পন্ন তীব্র গরমে-৫-৮-জুন-সব-সরকারি-প্রাথমিক-বিদ্যালয় বন্ধ ঘোষণা! বাকেরগঞ্জে মাদক সেবনে বাধা দেওয়ায় দুই জনকে পিটিয়ে রক্তাক্ত জখম ভান্ডারীকাঠী লোকনাথ ব্রক্ষচারী বাবার মন্দিরে ১৩৩ তম তিরোধান দিবসের স্মরণোৎসব সম্পন্ন মধুপুরে প্রাথমিক শিক্ষক সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত গায়ক থেকে নায়ক অ্যাড.মেজবা শরীফ সিলেট-৪ আসনে জনপ্রিয়তার শীর্ষে আওয়ামীলীগ নেতা গোলাপ মিয়া ভুঁইফোড় সাংবাদিকদের দৌরাত্ম্যে অতিষ্ঠ গুলশান-বনানীর ব্যবসায়ীরা ১১নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীর কর্মীকে মারধর, মামলা দায়ের




দক্ষিণ কালিকা বাড়ি জামে মসজিদ নামকরণ অপরিবর্তিত রেখে ২০২৩ কমিটি বাতিল চায় এলাকাবাসী

Reporter Name / ৩৩ Time View
Update : সোমবার, ১৫ মে, ২০২৩




নিজস্ব প্রতিবেদকঃ এলাকাবাসীর মতামত কে গুরুত্ব না দিয়েই দক্ষিণ কালিকা বাড়ি জামে মসজিদের নাম পরিবর্তন নিয়ে চলছে মসজিদ কমিটির ভিত্তিহীন কর্মকাণ্ড

বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার ১০নং হোগলাবুনিয়া ইউনিয়নের ০২-নং ওয়ার্ডে অবস্থিত দক্ষিণ কালিকা বাড়ি জামে মসজিদ উক্ত মসজিদটির দাতা মোঃ তোরাফ শেখ তিনি দক্ষিণ কালিকা বাড়ি এলাকাবাসীর জন্য উক্ত জায়গাটি দক্ষিণ কালিকা বাড়ি জামে মসজিদের নামে মৌখিক ভাবে ওয়াকফ করেন। তিনি দক্ষিণ কালিকা বাড়ি জামে মসজিদের নামে জায়গাটি দান করার কিছুদিন পরে দুনিয়ার মায়া ত্যাগ করে চিরতরে বিদায় নিয়ে চলে যান না ফেরার দেশে।

তিনি মারা যাওয়ার কিছুদিন পরেই কিছু কুচক্রী মহল একটি ভূয়া দলিল করে তার সূত্রঃ ধরে তাদের ব্যাক্তিগত ফায়দা হাসিলের জন্য দক্ষিণ কালিকা বাড়ি জামে মসজিদটির নাম করার চেষ্টা করেন মল্লিক বাড়ি এ নিয়ে এলাকাবাসীর মধ্যে চরম অসন্তোষ সৃষ্টি হয় আর সেই অসন্তোষের মুখে ব্যার্থ হয় ঐ কুচক্রী মহল।তখন ঐ মসজিদের নবনির্বাচিত সভাপতি ছিলেন মোঃ সাহেব আলী শেখ (বেপারী) তিনি ছিলেন একজন উদর মনের মানুষ যার সুনাম ছড়িয়ে রয়েছে এখনো উক্ত এলাকার প্রতিটি মানুষের মুখে মুখে তিনি আজও রয়েছেন প্রতিটি মানুষের হৃদয়ে।

সমাজ সেবায় যার ছিল বিশেষ অবদান।দক্ষিণ কালিকা বাড়ি জামে মসজিদটির দুঃসময় সততা ও নিষ্ঠার সাথে তিনি তত্কালীন সাবেক চেয়ারম্যান সুনামধন্য ব্যাক্তি মোঃ ওয়াজেদ হাওলাদার,বীর মুক্তিযোদ্ধা মোঃ বারেক কবিরাজ, সাবেক মেম্বার মোঃ ওবায়েদুল হক তালুকদার, মৃতঃ মোঃ মোতাহার হাওলাদার, বর্তমান দক্ষিণ কালিকা বাড়ি জামে মসজিদের পেশ ইমাম মোঃ ফারুক হোসেন তালুকদার, সাবেক গ্রাম পুলিশ মৃতঃ মোঃ রহমান হাওলাদার সহ বিশিষ্ট জন ও এলাকাবাসীকে নিয়ে বার বার মিটিং করেন এবং সকলের সম্মিলিত মতামতের ভিত্তিতে ঐ জামে মসজিদটির চুরান্ত নাম করন করা হয় দক্ষিণ কালিকা বাড়ি জামে মসজিদ।

দুঃখের বিষয় ২০০৫ সালে ২০শে আগস্ট বাংলা ১৪১২ সনের ৪-ঠা ভাদ্র রোজ শুক্রবার তিনি ও দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছেন না ফেরার দেশে। তখন থেকে ২০২২ সাল পর্যন্ত খুব সুন্দর ভাবে পরিচালিত হয়ে আসছে মসজিদটি কিন্তু ২০২৩ সালে আবারও নতুন কমিটি ঘোষণা করা হলে উক্ত কমিটির মধ্যে কিছু কুচক্রী মহল আবার ও এলাকাবাসীর মতামত কে গুরুত্ত না দিয়েই তাদের ব্যাক্তিগত ফায়দা হাসিলের জন্য দক্ষিণ কালিকা বাড়ি জামে মসজিদটির নাম করন পরিবর্তন করার অপচেষ্টা করছে।

উক্ত এলাকাবাসীর অভিযোগ বর্তমান এই কমিটি তাদের ব্যাক্তিগত ফায়দা হাসিলের অপচেষ্টা চালাচ্ছে তাই এলাকাবাসী বর্তমান কমিটির দ্রুত পরিবর্তন করে দক্ষিণ কালিকা বাড়ি জামে মসজিদের নাম অপরিবর্তিত রাখার জন্য বীর মুক্তিযোদ্ধা বাংলাদেশ আওয়ামীলীগের ন্যায় ও নীতিবান সদস্য, গণতন্ত্রের প্রতিক এবং বিশিষ্ট সমাজ সেবক, ১০নং হোগলাবুনিয়া ইউনিয়ন চেয়ারম্যান মোঃ আকরামুজ্জান (আকরাম) সহ ভূমি রেজিঃ অফিস এবং প্রসাশনের সর্বাঙ্গিন সহযোগিতা কামনা করেন।





আপনার মতামত লিখুন :

Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/deshytvn/public_html/wp-includes/functions.php on line 5613

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ