বিনোদন প্রতিবেদক:- একটি মফস্বল শহরের সিরিয়াল কিলার এবং আন্ডার ওয়ার্ল্ডের গল্প নিয়ে নাকিব আসলাম ও এম.আর সায়মন নির্মান করেছেন নাটক সুইটি।
নাটকটি চিত্রগ্রহন করেছেন সুজন বিক্রম। নাটকটি প্রযোজনা করেছে বাঙালিওয়ালা মাল্টিমিডিয়া।
নাটকটি প্রসঙ্গে পরিচালক এম.আর সায়মন বলেন, বর্তমানে দেশে ট্রেন্ডি ও ভিউর কাজ হচ্ছে। এই নাটকটির গল্পটি নিয়ে ৬ মাস ভাবার পড়ে আমার কাছে মনে হল এখন গল্পটি দর্শকের সামনে তুলে ধরা যায়।সেখান থেকেই কাজটি করা।
একটি ভিন্নধর্মী গল্প নিয়ে সাজানো হয়েছে নাটকটির সবগুলো চরিত্র।নাটকের শুরু থেকে শেষ পর্যন্ত পুরো গল্পটিই রহশ্যময়। এ্যাকশন রহস্য রোমাঞ্চ সব কিছুই আছে গল্পটিতে।
পরিচালক নাকিব আসলাম বলেন, নাটকটির কাজ করে ভেতর থেকে আলাদা তৃপ্তি পেয়েছি। দর্শক ব্যতিক্রমধর্মী একটি গল্প পাবে।ত্রিভুজের প্রেম নিয়ে সাজানো হয়েছে নাটকটি। আশাকরি দর্শকের নাটকটি ভাল লাগবে।
নাটকটির মূল চরিত্রে অভিনয় করেছেন সূর্য রাজ, সামিয়া ও আমিন আজাদ।
এছাড়াও অভিনয়ে করেছেন আব্বাস, আশিক, সবুজ, আলামিন, রাব্বি, টিটু, বাবু কালাম, রোজিনা ও শিরিনসহ আরও অনেকে। নবাবগঞ্জের বিভিন্ন লোকেশনে চিত্রায়িত করা হয়েছে নাকটির শুটিং।
নাটকটি সম্পাদনা টেবিলে রয়েছে।আসছে এ মাসের শেষে নাটকটি একটি ইউটিউব চ্যানেলে রিলিজ করা হবে।