আর কে ওসমান আলী নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: মুজিববর্ষ উপলক্ষে ‘আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার’ প্রতিপাদ্যে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় ২২৬টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য নির্মিত হচ্ছে নীল টিনের ‘স্বপ্নের ঠিকানা’, উপজেলার বিভিন্ন ইউনিয়নের খাসজমিতে মাথা গোঁজার ঠাঁই হচ্ছে অসহায় পরিবারদের। প্রতিটি ভূমিহীন ও গৃহহীন পরিবার পাচ্ছে দুই কক্ষের আধুনিক সুযোগ-সুবিধা সংবলিত নীল টিনের ঘর। এ লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলাজুড়ে খাসজমি চিহ্নিত ও দখলমুক্ত করে চলছে গৃহ নির্মাণের কাজ।
এ বিষয়ে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাজমুন নাহার মুন জানান, ঘর নির্মাণে অনিয়ম ও দুর্নীতি না হওয়ার জন্য ঘটনাস্থলে গিয়ে প্রতিনিয়ত ঘর নির্মাণের কাজ পরিদর্শন করা হচ্ছে, উপজেলার মাহামুপুর ইউনিয়নে ঘর নির্মাণে প্রথম ধাপে অনিয়মের অভিযোগ পাওয়া গেলে ২ টি ঘর ভেকু দিয়ে ভেঙ্গে দেওয়া হয়েছিল যেখানে ১ নং ইটের বদলে ২ নং ইট ব্যাবহার করা হয়েছিল পরে উন্নতমানের ইঠ দিয়ে পুনরায় ঘর নির্মাণের কাজ শুরু করা হয়। ঘর নির্মাণে কোন অনিয়ম পেলেই ঘটনাস্থলে গিয়ে তা সংশোধন করা হয়। ঘর নির্মাণে কোন অনিয়ম ও দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না এবং নির্মাণে যদি কোন ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ উঠে তাহলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও প্রত্যেকটি পরিবারের সাথে মতবিনিময় করা হয় যে, তারা যেনো দালালের খপ্পরে না পরে, কাউকে টাকা পয়সা যেন না দেয় সেদিকে সতর্ক করা হয়েছে।
এছাড়াও তিনি আরো বলেছেন, সুফল ভুগীদের কেউ যদি হয়রানী করার চেষ্টা করে সে যত বড়ই প্রভাবশালী হোক না কেন ছাড় দেওয়া হবে না।
যাচাই-বাছাই করে তৈরি করা হচ্ছে ‘ক’ তালিকাভুক্ত, প্রকৃত ভূমি ও গৃহহীনদের তালিকা। প্রাথমিকভাবে আগামী জানুয়ারির মধ্যে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের তদারকিতে ২২৬ টি পরিবারকে উপহার দেওয়া হবে নতুন ঘরের চাবি।
মঙ্গলবার (১২ জানুয়ারি) দিনাজপুর জেলার জেলা প্রশাসক জনাব মোঃ মাহমুদুল আলম নবাবগঞ্জ উপজেলায় মুজিব শতবর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত উপহার ভূমিহীন, গৃহহীন পরিবারের জন্য ২২৬টি ঘরের নির্মাণ কার্যক্রম পরিদর্শন করেন এবং উপকারভোগী প্রত্যেকটি পরিবারের সাথে মতবিনিময় করেন।প্রধানমন্ত্রীর উপহারপ্রাপ্ত পরিবারগুলো আনন্দ প্রকাশ করে এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
জানা যায়, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য দুই কক্ষের সেমিপাকা ঘর নির্মাণের কাজ চলছে। উপজেলার ৯টি ইউনিয়নের খাসজমিতে এইসব ঘর নির্মাণ কাজ করা হচ্ছে। প্রতিটি ঘর একটি করে পরিবারকে দেওয়া হবে। শুধু ঘর নয়, জমিও দেওয়া হচ্ছে।
নবাবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) আল মামুন জানান, ভূমিহীন ও গৃহহীনদের নামীয় বন্দোবস্ত দলিল দেওয়া হবে। সে কাজও অনেকটা এগিয়ে চলেছে।