কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে জয়েন উদ্দিন নামের ষাটোর্ধ এক বৃদ্ধ মারা গেছেন। মঙ্গলবার রাতে জেলার ভূরুঙ্গামারী উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের বড় খাটামারী নামক গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, ১২ জানুয়ারী গভীর রাতে ওই গ্রামে হঠাৎ করে একটি বৈদ্যুতিক ট্রান্সফরমারে যান্ত্রিক ত্রুটির কারনে আগুন লাগে। বিদ্যুতায়িত হয় ৭ টি বাড়ী। এর মধ্যে অাগুন লাগে বৈদ্যুতিক খুটির পাশে মর্জিনার বাড়ীতে।
তার চিৎকারে বৃদ্ধ জয়েন উদ্দিন মন্ডল (৬০) দ্রুত ঘর থেকে বের হতে গিয়ে বিদ্যুতায়িত টিনের বেড়া স্পর্শ করে। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
পল্লী বিদ্যুতের ডিজিএম কাওছার আলী জানান, শর্ট সার্কিটের মাধ্যমে এলাকাটি বিদ্যুতায়িত হয়ে একজনের মৃত্যুর ঘটনা ঘটেছে।
ভুরুঙ্গামারী থানা অফিসার (ওসি) আতিয়ার রহমান জানান, এ ব্যাপারে একটি ইউডি মামলা হয়েছে।